ফের সংগীত অঙ্গনে শোকের ছায়া। চলে গেলেন ভারতীয় বরেণ্য সংগীতশিল্পী সুপ্রকাশ চাকী। রোববার (২৭ জুলাই) বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন সুপ্রকাশ চাকী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ সংগীতশিল্পী।
তার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সংগীতাঙ্গন। শোক জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মী ও অনুরাগীরা। সংগীত পরিচালক অমিত ব্যানার্জী সামাজিকমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, সুরকার শিল্পী সুপ্রকাশ চাকী চলে গেলেন। দীর্ঘদিনের সম্পর্ক ছিল আমার ও বাবার সাথে। কিছুদিন আগেই ওনার বাড়িতে গিয়েছিলাম বাবার সুরে গান রেকর্ড করেছেন। আমি তার অসংখ্য গানে সংগীতায়োজন করেছি। আমাকে খুব ভালোবাসতেন। মনটা ভারাক্রান্ত। ওনার আত্মার শান্তি কামনা করি।
সামজিক এক অনুরাগী লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রোববার (২৭ জুলাই) দীর্ঘদিন অসুস্থতার পর বিশিষ্ট সুরকার, সংগীত শিল্পী সুপ্রকাশ চাকী সুরের জাল কেটে অমৃতলোকে পারি দিয়েছেন। তার প্রয়ানে সংগীত জগতে যে শূন্যতার সৃষ্টি হল, তা ভবিষ্যতে পূরণ হবে কি না সন্দেহ আছে। আমরা তাঁর পরিবেশিত রবীন্দ্র সঙ্গীতের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
আকাশবাণীতে দীর্ঘদিন অনুষ্ঠান করেছেন। বহু রেকর্ড রয়েছে তার। জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘নানা স্বাদের গান’, ‘এদিন আমার চিরদিন’, ‘এসো নতুন জগত গড়ি’, ‘তোমার ও চোখ’, ‘আকাশ যখন নতুন রঙে সাজে’।
একজন গুণী শিক্ষক হিসেবেও খ্যাতি রয়েছে তার। কর্মজীবনে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বাণীচক্রে শিক্ষকতা করেছেন তিনি।
আরটিভি/এএ/এআর