নায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল রোববার (২৭ জুলাই) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা সাড়ে তিনটার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিক তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয়।
লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানা গণমাধ্যমকে জানান, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফেরানো যায়নি। হাসপাতাল থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ বাসায় নেওয়া হয়েছে।
রাতুলের অকাল মৃত্যুতে শোকাহত দেশের শিল্পী অঙ্গন। গত বছর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।
গত বছর আন্দোলনের সময় দেশে যখন উত্তাল পরিস্থিতি তখন ফেসবুক প্রোফাইল লাল করেন রাতুল। আন্দোলনের সময় আহাতদের চিকিৎসার জন্য জরুরি এম্বুলেন্স সেবা চালু করে বেশকিছু হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়। সেই এম্বুলেন্সগুলোর নাম্বার নিজের ফেসবুকে প্রকাশ করেন তিনি।
এ কে রাতুলের ফেসবুক ঘুরে দেখা যায় সর্বশেষ তিনি যে পোস্টটি ভাগ করে নেন তা গত বছর অক্টবার মাসের ১৯ তারিখে। ওই পোস্টে ‘কনসার্ট এগেইনস্ট ছাপরি’ শিরোনামের একটি ফটোকার্ড প্রকাশ করেন।
ওই পোস্টের মাধ্যমে কনসার্ট আয়োজনকে ঘিরে ছাপরিদের অপকর্মের বার্তা তুলে ধরেন তিনি। কনসার্টে এসে মাদকদ্রব সেবন, টিকেট না কেটে গেট ভাঙা, ভুয়া ভুয়া স্লোগানসহ বেশকিছু চলমান অপকর্মের বার্তা তুলে ধরেন তিনি। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সত্য!!!’
প্রসঙ্গত, রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ আসে ২০১৪ সালে। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে। রাতুল রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।
আরটিভি/এএ