ডন জীবনের প্রেমিকা বুবলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০৫:৩৫ পিএম


ডন জীবনের প্রেমিকা বুবলী
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের বাইরে এবার প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন নায়িকা শবনম বুবলী। ‘ময়না’ শিরোনামের এই ড্যান্স নাম্বারে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানটি নির্মিত হয়েছে বড় বাজেট ও ফিল্মি স্টাইলে।

বিজ্ঞাপন

‘ময়না’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কোনাল ও নিলয় ডি রকস্টার। গানটি লিখেছেন ও প্রজেক্টটি পরিচালনা করছেন গানচিল কর্ণধার আসিফ ইকবাল। সুর ও সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। ভিডিওটির নির্মাতা তানিম রহমান অংশু।

এফডিসিতে নির্মিত বিশেষ সেটে সম্প্রতি গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ২৪ জুলাই ইউটিউবে গানটি প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

বুবলী বলেন, সিনেমায় অনেক গানে পারফর্ম করেছি, কিন্তু মিউজিক ভিডিওতে কাজ করা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। গানটি পুরোপুরি পার্টি মুডের, একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, এমন একটি স্টেজ পারফরম্যান্সযোগ্য গান আমারও থাকা উচিত—সেই ভাবনা থেকেই এতে যুক্ত হওয়া।

শরাফ আহমেদ জীবন বলেন, বুবলী এই সময়ের জনপ্রিয় ও দক্ষ অভিনেত্রী। তার সঙ্গে একটি নাচনির্ভর গানে পারফর্ম করাটা ছিল একদম নতুন ও উপভোগ্য অভিজ্ঞতা। কাজের প্রস্তাব পেয়ে আগ্রহ নিয়েই যুক্ত হয়েছি। গানটি যেমন নাচের, তেমনি মজারও। আশা করি, দর্শকরাও উপভোগ করছেন।

আরটিভি/এএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission