মাইলস্টোন ট্রাজেডি

বড় সিদ্ধান্ত নিলেন সংগীতশিল্পী ইমরান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ০৭:২১ পিএম


বড় সিদ্ধান্ত নিলেন সংগীতশিল্পী ইমরান
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু-শিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যুর ঘটনায় শোকাহত পুরো দেশ। এমন হৃদয়বিদারক ঘটনার পর সংগীত থেকেও সাময়িক বিরতি নিলেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল।

বিজ্ঞাপন

এই দুর্ঘটনার পর থেকে সামাজিকমাধ্যমে চলছিল নীরবতা। এরই মধ্যে নিজের একটি ছবি পোস্ট করেন ইমরান। ক্যাপশনে লেখেন, ‘দ্য শো মাস্ট গো অন।’

তবে সেখানেই এক ভক্ত কমেন্টে অনুরোধ করেন, ইমরান ভাইয়া, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। মনটা ভালো নেই কারও। ছোট ছোট বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

বিজ্ঞাপন

ভক্তের সেই আবেগঘন অনুরোধের জবাবও দেন ইমরান। লেখেন, এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান ছাড়া হবে না।

এর আগে গত মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ইমরান লিখেছিলেন,‘ট্রমা কাজ করছে। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে। ঘুম আসছে না। আল্লাহ সহায় হোক।

তবে শুধু ইমরান নন, এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানও চলতি সপ্তাহে তার কোনো নাটক সম্প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যান্য শিল্পীরাও যে যার অবস্থান থেকে শোক প্রকাশ করে গেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণহানিতে স্তব্ধ গোটা দেশ। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission