সাত গানে এক কিশোরের গল্প: দুর্গ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘অতঃপর, আলো!’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০২:০৬ পিএম


সাত গানে এক কিশোরের গল্প: দুর্গ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘অতঃপর, আলো!’

বাংলাদেশের সংগীত জগতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছে ব্যান্ড দুর্গ। তাদের আসন্ন এলবাম ‘অতঃপর, আলো!’ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মুক্তি পেতে যাচ্ছে। অ্যালবামে শোনা যাবে ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেল-সহ সকল মেজর স্ট্রিমিং প্ল্যাটফর্মে। 

বিজ্ঞাপন

এই অ্যালবামটিতে রয়েছে মোট সাতটি গান। এই গানগুলো কেবল আলাদা আলাদা গল্প নয়, বরং একত্রে তারা নির্মাণ করেছে একটি ধারাবাহিক জীবনের যাত্রা। প্রতিটি গানেই উঠে এসেছে এক কিশোরের জীবনের ভিন্ন ভিন্ন অধ্যায়—তারুণ্যের টানাপোড়েন, স্বপ্ন, হতাশা, ভালোবাসা ও আত্মঅন্বেষণ। ব্যান্ড দুর্গ তাদের গানের মাধ্যমে তুলে ধরেছে সেই কিশোরের মানসিক ও আবেগগত যাত্রা, যা শ্রোতার মনে দাগ কাটবে বলে আশা করা হচ্ছে।

‘অতঃপর, আলো!’ শুধুমাত্র একটি সংগীত অ্যালবাম নয়—এটি যেন এক কিশোরের আত্মকথা, যা গল্প হয়ে উঠেছে গানের ভাষায়। তবে এই এলবামের বিশেষত্ব শুধু গল্পে নয়—এটি একটি কনসেপচুয়াল এলবাম, যেখানে সকল ধরণের হতাশার শেষে উঠে এসেছে একটি নতুন ভোরের প্রতিশ্রুতি। গানগুলোর ভেতর দিয়ে নির্মাণ করা হয়েছে আলোয় ফেরার পথ—একটি নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা এবং জীবনের প্রতি নতুন করে ফিরে আসার ডাক।

বিজ্ঞাপন

ব্যান্ড দুর্গ তাদের সংগীতের মাধ্যমে শুধু বিনোদন নয়, বরং আশা ও পুনর্জন্মের বার্তা পৌঁছে দিতে চায় তরুণ প্রজন্মের মনে। ‘অতঃপর, আলো!’ হয়ে উঠতে পারে সেই আলো, যা ভেতরের অন্ধকার কাটিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

২০১৪ সালের সেপ্টেম্বরে ব্যান্ড দুর্গ তাদের সংগীতযাত্রা শুরু করে। বর্তমানে ব্যান্ডটির সদস্যরা হলেন, ফারাবী- ভোকাল ও কীবোর্ডিস্ট, লুবান – গিটারিস্ট, অনিক – গিটারিস্ট, সাকিব – বেজিস্ট, ইমেল – ড্রামার

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission