অভিনেত্রী দিলরুবা দোয়েল, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন।
সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আর সেই নায়িকারই কিছু অংশের ডাবিং করেছিলেন দোয়েল। কিন্তু সেই কাজের পারিশ্রমিক পাননি এমনই অভিযোগ তার।
অভিনেত্রীর ভাষায়, আমি ডাবিং করেছিলাম, পয়সা পাইনি। হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন ইমার্জেন্সি ডাবিংটা করে দিতে হবে, না হলে তারা সেন্সর করাতে পারছিলেন না। আমি বলেছিলাম, স্পট পেমেন্ট করতে হবে, কিন্তু পাইনি। ডাবিংয়ের পর কয়েকবার ফোন করেছি, কিন্তু পরিচালক ফোন ধরেননি। টাকাটা আমার জন্য ইস্যু না, কিন্তু প্রেস্টিজের প্রশ্ন আছে। বড় বড় ছবি বানিয়ে, কোটি কোটি টাকা খরচ করেও দেশের শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াটা দুঃখজনক।
দোয়েল বলেন, হৃদয় ভাইয়ের সহকারীদের আচরণ দেখে মনে হয়েছে ওরা হলিউড থেকে এসেছে। যদি সবকিছু নিজেরাই করতে পারে, তাহলে শিল্পীদের কেন ডাকছে? রাত ১২টায় ফোন দিয়ে কাজ করাতে পারবে, কিন্তু টাকা দিতে পারবে না- এটা কেমন কথা!
এদিকে অভিনেত্রীর এই অভিযোগ প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের দাবি, বিষয়টি তিনি প্রথমবার শুনছেন। গণমাধ্যমকে তিনি বলেন, সিনেমার ফিন্যান্সিয়াল বিষয়গুলো ডিরেক্টর হ্যান্ডেল করে না, এক্সিকিউটিভ প্রডিউসার দেখে। আমি জানতাম না এই শিল্পীর পেমেন্ট আটকে আছে।
আরটিভি/এএ/এস