আগস্টে মুক্তি পাচ্ছে বলিউডের যতো বিগ বাজেটের ছবি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫ , ০৫:১৫ পিএম


আগস্টে মুক্তি পাবে বলিউডের যতো বিগ বাজেটের ছবি
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে বছরের মাস আগস্ট। এই মাসটি যেনো রীতিমতো উৎসব হয়ে উঠতে চলেছে হিন্দি সিনেমাপ্রেমীদের জন্য। কারণ, একটি-দুটি নয়, একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে মোট আটটি বিগ বাজেট ও আলোচিত চলচ্চিত্র। রোমাঞ্চ, অ্যাকশন, প্রেম কিংবা সামাজিক বার্তা—সব ধরনের গল্পেই ভরপুর এই ছবিগুলো। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ছবি জমিয়ে দেবে প্রেক্ষাগৃহ।

বিজ্ঞাপন

সন অব সর্দার ২

অজয় দেবগন এবং ম্রুনাল ঠাকুর অভিনীত ‘সন অব সর্দার ২’ একটি কমেডি-ড্রামা চলচ্চিত্র যেখানে জস্সি (অজয়) তার স্ত্রীকে বোঝাতে স্কটল্যান্ডে যায়। কিন্তু সেখানে মাফিয়া এবং ড্রামায় জড়িয়ে পড়ে। হাসি, অ্যাকশন ও মজায় ভরপুর ছবিটি মুক্তি পাবে ১ আগস্ট।

বিজ্ঞাপন

অজয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী

এই ছবিতে যোগী আদিত্যনাথের (অজয় সিং বিস্ত) শৈশব থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার যাত্রা দেখানো হয়েছে। এই ছবিটিও ১ আগস্ট মুক্তি পেতে চলেছে।

ধড়ক ২

বিজ্ঞাপন

সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি অভিনীত ‘ধড়ক ২’ একটি রোমান্টিক ড্রামা। এই ছবিটিও ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘ধড়ক ২’ ২০১৮ সালের ছবি ‘ধড়ক’-এর সিক্যুয়েল, যেখানে শ্রেণি, ধর্ম ও জাতপাতের কথা বলা হয়েছে, যা প্রেমের মধ্যে দূরত্ব তৈরি করে।

বিজ্ঞাপন

জোরা

‘জোরা’ একটি মার্ডার মিস্ট্রি-থ্রিলার। এই গল্পটি চারজন মহিলাকে ঘিরে আবর্তিত হয়, খুনি ‘জোরা’র সত্য, যার কাছে রঞ্জিত ধরার জন্য আইনের সীমা অতিক্রম করে এবং প্রতিটি নতুন সত্য গল্পটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আগামী ৮ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

হীর এক্সপ্রেস

‘হীর এক্সপ্রেস’ একটি ফ্যামিলি ড্রামা-কমেডি ছবি। উমেশ শুক্লা পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আশুতোষ রানা, গুলশন গ্রোভার, সঞ্জয় মিশ্র। ছবিটি ৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

কুলি

চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘কুলি’। এটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি একটি আধুনিক অ্যাকশন-ড্রামা। যেখানে আলোচনায় রয়েছে শ্রুতি হাসানের সাহসী চরিত্র। ছবিতে মধ্যবিত্তের সংগ্রাম ও আবেগ ফুটে উঠেছে।

ওয়ার ২

‘ওয়ার ২’ যশরাজ স্পাই ইউনিভার্সের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন থ্রিলার যেখানে হৃতিক রোশন (কবীর) এবং জুনিয়র এনটিআর (এজেন্ট বিক্রম) মুখোমুখি হবেন। ছবিতে থাকবে হাইভোল্টেজ স্পাই ড্রামা, ইন্টারন্যাশনাল লোকেশন এবং স্ট্রং ক্লাইম্যাক্স। আগামী ১৪ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পরম সুন্দরী

আগামী ২৯ আগস্ট মুক্তি পাবে ফ্যামিলি ড্রামা ও লাইট-মেটেড কমেডি ‘পরম সুন্দরী’। ছবিতে একটি মেয়ের আত্মনির্ভরশীলতার গল্প দেখানো হয়েছে, যে তার স্বপ্নকে সত্যি করার জন্য সমাজের বিধিনিষেধের বিরুদ্ধে লড়াই করে।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission