ক্যানসারে আক্রান্ত ছিলেন স্বামী, কান্নাকাটি করেও পারিশ্রমিক পাননি ডলি জহুর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৬:৫৩ পিএম


ক্যান্সারে আক্রান্ত ছিলেন স্বামী, কান্নাকাটি করেও পারিশ্রমিক পাননি ডলি জহুর
ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেত্রী ডলি জহুর। কয়েক দশক ধরে অভিনয় করে মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। এখনও তিনি অভিনয় করে যাচ্ছেন। তবে সিনেমায় এখন তাকে দেখা যাচ্ছে না। 

বিজ্ঞাপন

চলতি মাসেই জীবনের ৭০তম বছরে পা রেখেছেন ডলি জহুর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য মায়ের চরিত্রে পর্দায় উঠেছেন তিনি—স্নেহময়ী, দৃঢ়, কিংবা বিধ্বস্ত। তবে এই বয়সে এসে এক গহিন আক্ষেপ জানালেন তিনি, মা-খালাদের কোনো মর্যাদা দেয়নি এই ইন্ডাস্ট্রি। পারিশ্রমিকটুকুও ঠিকমতো পাইনি।

এক সাক্ষাৎকারে ডলি জহুর বলেন, আমার সারাজীবন শুনতে হয়েছে, আপনি টাকার জন্য কাজ করেন নাকি? অথচ আমি যে কষ্ট করে কাজ করেছি, সে কষ্ট কেউ বোঝে না। নায়ক-নায়িকারা যেভাবে পারিশ্রমিক পান, মা-খালাদের চরিত্রে আমরা তেমনটা পাই না।

বিজ্ঞাপন

২০১১ সালে সিনেমা থেকে সরে দাঁড়ান ডলি জহুর। তখনও তার কাছে পাওনা ছিল ৩৪ লাখ টাকা। স্বামী ক্যানসারে আক্রান্ত, টাকার খুব দরকার। কিন্তু সেই সময়ও কেউ পাশে দাঁড়ায়নি। 

ডলি বলেন, কেঁদে কেঁদে বলেছি—আমার কিছু টাকা তুলে দেন, আমি স্বামীকে নিয়ে ব্যাংককে যাব। কিন্তু যাদের দ্বায়িত্ব দিয়েছিলাম, তারাও টাকা দেয়নি। এমনকি যোগাযোগই বন্ধ করে দেয়।

salo_1643807936

বিজ্ঞাপন

আরও বলেন, আমার মা-ও ক্যানসারে মারা গেছেন। জানতাম চিকিৎসার জন্য টাকার বিকল্প নেই। কিন্তু আমি তো এক পয়সাও পাইনি। মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য পর্যন্ত পুরো টাকাটা মেরে দিয়েছে কেউ কেউ।

বিজ্ঞাপন

ডলি জহুর আজও কারও নাম বলেননি। কারণ, সেই টাকার আশা ছেড়ে দিয়েছেন তিনি। তবু এই আক্ষেপ তাকে পোড়ায়—নিজের যোগ্য পারিশ্রমিক না পেয়ে, কান্নাকাটি করেও কিছু না পেয়ে, যখন সবচেয়ে বেশি দরকার ছিল তখন কেউ পাশে না থাকায়।

২০২১ সালে ডলি জহুরকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission