‘তুফান’খ্যাত নির্মাতা রায়হানি রাফির সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে বেশ অনেকটা সময় ধরেই। মাঝে মাঝে আবার সেই গুঞ্জন কিছুটা আড়ালও হয়। এখন আবার শোনা যাচ্ছে, তমার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে এই নির্মাতার।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও কাজের ব্যস্ততা নিয়ে খোলমেলা কথা বলেন তমা। রাফীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কথা উঠতেই অভিনত্রী বলেন, সুড়ঙ্গ-এর পর রায়হান রাফীর সঙ্গে বড় পর্দায় আমার আর কোনো কাজ হয়নি। ওটিটিতে একটি কাজ হয়েছে, তবে বর্তমানে আমাদের একসঙ্গে কাজের সম্ভাবনা আছে বলে মনে হয় না।
এরপর তিনি আরও বলেন, অবশ্যই রাফী একজন ভালো পরিচালক। আমাদের কাজগুলো দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে, প্রশংসিত হয়েছে। এমনকি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে। এসব কারণেই হয়তো বলা হয়েছে, রাফী-তমা অফ স্ক্রিনেও একটি সফল জুটি। আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ, তা একান্তই ব্যক্তিগত। তবে এটা ঠিক, তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না। তাই বলছি, আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই।
গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তমা মির্জা অভিনীত ‘দাগি’ সিনেমা। এ ছবি দেশ ও দেশের বাইরে বেশ ভালোই ব্যবসা করেছিল। এরপর আর নতুন কাজের ঘোষণা দেননি অভিনেত্রী। যা নিয়ে নানা প্রশ্নের ডালপালা মেলছে অনুরাগীদের মনে।
কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আসলে এখনই কিছু বলতে চাই না। একাধিক ছবির বিষয়ে কথা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকদের সঙ্গে একাধিকবার আলাপ হয়েছে। কোন ছবির কাজ আগে শুরু করব, এখনো চূড়ান্ত হয়নি। তবে এটুকু বলতে পারি, যা হবে, হয়তো দারুণ কিছুই হবে।
প্রসঙ্গত, শাকিব খানের ‘বলো না তুমি আমার’ সিনেমা দিয়ে অভিষেক ঘটে তার। এরপর কাজ করেছেন একাধিক সিনেমায়। তবে বছর চারেক আগে ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে নিজেকে ভেঙে নতুন করে তৈরি করেন তমা।
এরপর ‘৭ নাম্বার ফ্লোর’ দিয়ে আবারও জ্বলে ওঠেন। সময় যত যাচ্ছে, ততই যেন তাঁর অভিনয়ে নতুন আলো ফুটছে। অনেকের মতে, ‘ফ্রাইডে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সুড়ঙ্গ’, আমলনামা’ ও ‘দাগি’—এই কয়েকটি কাজেই নিজেকে প্রমাণ করেছেন, পেয়েছেন দর্শকের ভালোবাসা। মুক্তির অপেক্ষায় রয়েছে ওপার বাংলার পরিচালক অঞ্জন দত্তর পরিচালনায় ‘দুই বন্ধু’ নামে একটি সিরিজ।
আরটিভি/এএ