এবার ‘এশা মার্ডার: কর্মফল’ মুক্তি পাচ্ছে ওটিটিতে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০১:৪০ পিএম


এবার ‘এশা মার্ডার: কর্মফল’ মুক্তি পাচ্ছে ওটিটিতে
ছবি: সংগৃহীত

গেল ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চলচ্চিত্র ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমা হলে মুক্তির পর গত ২৪ জুলাই ওটিটিতে মুক্তি দেয়ার কথা ছিল ছবিটি। কিন্তু রাজধানীর একটি স্কুলে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় স্থগিত করা হয় ওটিটিতে সিনেমাটির মুক্তি। অবশেষে নতুন তারিখ ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। আগামী ৩১ জুলাই থেকে ঘরে বসে দেখা যাবে সানী সানোয়ার পরিচালিত এই মার্ডার মিস্ট্রি সিনেমাটি।

বিজ্ঞাপন

প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় থাকা সিনেমাগুলো ওটিটিতে নিয়ে আসার প্রবণতা বাড়ছে নির্মাতাদের মধ্যে। গেল রোজার ঈদের চারটি আলোচিত সিনেমা ওটিটিতে মুক্তি পেয়েছিল কোরবানির ঈদ উপলক্ষে। এবার পালা কোরবানির ঈদের সিনেমাগুলোর। সেই ধারায় প্রথম মুক্তি পাচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’।

Esha_murder

বিজ্ঞাপন

সিনেমার গল্পে দেখা যায়, এক জেলার তিন তরুণী খুন ও ধর্ষণের শিকার হয়। রহস্য উদ্‌ঘাটনে নেমে পড়েন পুলিশ কর্মকর্তা লিনা, যিনি হয়ে ওঠেন গল্পের মূল চালিকাশক্তি। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। পুলিশ কর্মকর্তার চরিত্রে এটাই বাঁধনের প্রথম কাজ। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে তিনি দিয়েছেন শতভাগ। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিকে দর্শক কম থাকলেও ধীরে ধীরে জনপ্রিয়তা পায় সিনেমাটি। প্রচারে প্রতিদিনই হলে হলে ছুটে বেড়িয়েছেন বাঁধন।

এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission