ভাই রাতুলকে হারিয়ে যা লিখলেন জসীমের দুই ছেলে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৪:২৯ পিএম


ভাই রাতুলকে হারিয়ে যা লিখলেন জসীমের দুই ছেলে
ছবি: সংগৃহীত

নায়ক জসীমের ছেলে ও বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক জগতের আলোচিত সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’ এর ফ্রন্টম্যান এ কে রাতুল চিরনিদ্রায় শায়িত হয়েছেন তার বাবার কবরেই। বনানী কবরস্থানে সোমবার (২৮ জুলাই) সকালে রাতুলের দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

এদিকে ভাইকে হারিয়ে শোকাতুর জসীমের অন্য দুই পুত্র। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন শোক।

rahul-20250727203730

বিজ্ঞাপন

নিজের ফেসবুকে রাতুলের বড় ভাই এ কে সামী লিখেছেন, আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম।

524329534_1252281930023974_4548791288070858592_n

অন্যদিকে রাহুল লিখেছেন, এ কে রাহুল ফেসবুকে রাতুলের একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার ভাইটার বুকে আমার হাত।

বিজ্ঞাপন

এ কে রাতুল ছিলেন ‘ওন্ড’ ব্যান্ডের মূল গায়ক ও সাউন্ড ইঞ্জিনিয়ার। ২০১৪ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়, যা শ্রোতাদের মধ্য ব্যাপক সাড়া ফেলেছিল। ২০২১ সালে প্রকাশিত হয় তাদের ইপি ‘এইটিন’। তিনি ‘ফিনিক্সের ডায়েরি-১’-এর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছেন এবং ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

রাতুলের  অকাল মৃত্যুতে শোকাহত দেশের শিল্পী অঙ্গন। গত বছর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।

আরটিভি/এএ -টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission