নায়ক জসীমের ছেলে ও বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক জগতের আলোচিত সংগীতশিল্পী ও জনপ্রিয় ব্যান্ড ‘ওন্ড’ এর ফ্রন্টম্যান এ কে রাতুল চিরনিদ্রায় শায়িত হয়েছেন তার বাবার কবরেই। বনানী কবরস্থানে সোমবার (২৮ জুলাই) সকালে রাতুলের দাফন সম্পন্ন হয়।
সুস্থ ছিলেন রাতুল তবে রোববার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরা এলাকার একটি জিমে ব্যায়ামের সময় হৃদরোগে আক্রান্ত হন ৩৬ বছর বয়সী রাতুল। দ্রুত তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, বাবার কবরেই সন্তানের দাফন। বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা জসীম সাহেবের ছেলে রাতুলের জানাজা বনানীর কবরস্থানে সম্পন্ন হয়েছে। আমি দুজনের আত্মার মাগফিরাত কামনা করছি।
এ কে রাতুল ছিলেন ‘ওন্ড’ ব্যান্ডের মূল গায়ক ও সাউন্ড ইঞ্জিনিয়ার। ২০১৪ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়, যা শ্রোতাদের মধ্য ব্যাপক সাড়া ফেলেছিল। ২০২১ সালে প্রকাশিত হয় তাদের ইপি ‘এইটিন’। তিনি ‘ফিনিক্সের ডায়েরি-১’ এর সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছেন এবং ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।
রাতুলের অকাল মৃত্যুতে শোকাহত দেশের শিল্পী অঙ্গন। গত বছর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।
আরটিভি/এএ/এআর