বলিউড অভিনেত্রী তনুশ্রী দিন কয়েক আগে সামাজিকমাধ্যমে লাইভে এসে জানান নিজের বাড়িতেই হেনস্তার শিকার তিনি। মাঝরাতে দরজায় ধাক্কা দিচ্ছে কেউ, কখন আশেপাশে চিৎকার করা হচ্ছে। এবার অভিনেত্রী জানালেন তার খাবারে বিষ মেশানো হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, তনুশ্রীকে লাইভে দেখে কেউ কেউ তার দিকেই আঙুল তুলেছেন। তাদের মতে অভিনেত্রী বিগ বসে সুযোগ পেতে নাটক করেছেন।
তবে অভিনেত্রী আত্মপক্ষ সমর্থন করে বললেন, গত পাঁচ বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে। কখনও আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে। কখনও আবার আমার খাবারে বিষ মেশানো হয়েছে। আমার বাড়ির সামনেও অনেক কিছু ঘটতে থাকে। প্রচারের থাকার জন্য এ সব ভিডিও বানানোর প্রয়োজন নেই। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া, সেটা সকলের মাথায় রাখা উচিত।
এর আগে, নানা পাটেকরের ওপর যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন তনু। সেসময় বলেছিলেন, আমার যদি কিছু হয়ে যায়, তার জন্য অভিনেতা নানা পাটেকার, তার আইনজীবী ও সহযোগী মাফিয়া বন্ধুরা দায়ী থাকবেন। ইন্ডাস্ট্রির এই অভিনেতা-পরিচালকদের ছবি বয়কট করুন।
আরটিভি/এএ/এস