সাইফের ওপর হামলা, হামলাকারীকে নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য দিল মুম্বাই পুলিশ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৫:৩৭ পিএম


সাইফের ওপর হামলা, হামলাকারীকে নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য দিল  মুম্বাই পুলিশ
ছবি: সংগৃহীত

বাড়ি ঢুকে সাইফ আলী খানের ওপর হামলার অভিযোগে গ্রেফতার শরিফুল ইসলামের আঙুলের ছাপ মিলেছে বলে দাবি মুম্বাই পুলিশের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার (২৫ জুলাই) তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করে জানান, তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যা। অভিনেতার বাড়িতে ঢুকে তাকে আঘাত করার যে অভিযোগ পুলিশ দায়ের করেছে তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত!

একই সঙ্গে এদিন তিনি আদালতে আবেদন জানান, তদন্ত শেষ হয়েছে। আর তাকে আটকে রাখার কোনো প্রয়োজন তিনি অন্তত অনুভব করছেন না। জামিনের আবেদনও করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে শরিফুলের জামিন আবেদন নাকচের আবেদন জানিয়েছে মুম্বাই পুলিশ। 

জানানো হয়েছে, শরিফুলের আঙুলের ছাপ মিলে গেছে। তদন্তকারী পুলিশ আধিকারিকদের আরও দাবি, সইফের বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে যে ব্যক্তিকে ‘অপরাধী’ হিসাবে শনাক্ত করা হয়েছে তার সঙ্গে শরিফুলের মুখ মিলে গেছে। সেই রিপোর্টও তারা পেয়েছেন। একই ভাবে, অভিনেতার দেহ থেকে উদ্ধার হওয়া ছুরির টুকরোগুলির সঙ্গে অভিযুক্তের কাছ থেকে উদ্ধার করা ছুরির সাদৃশ্য রয়েছে। যা তারা আদালতে পেশ করতে চান।

হামলার দিন রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেন শরিফুল। ছুরি দিয়ে একের পর এক আঘাত করেন তিনি। এরপর জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission