এবার পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৪:৩৫ পিএম


এবার পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ
ছবি: সংগৃহীত

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি তিনি এন আইডিয়াস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানেরও মালিক। এ প্রতিষ্ঠান থেকে নিয়মিত সিনেমা ও সিরিয়াল নির্মিত হয়। সেই পরিধি বাড়িয়ে প্রসেনজিৎ এবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তার উদ্যোগে।

বিজ্ঞাপন

প্রসেনজিতের এ উদ্যোগের কথা প্রথম প্রকাশ্যে এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মহানায়ক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মমতা বলেন, প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে। প্রায় ১০০টা জায়গায় ৪০-৫০ জনের বসার মতো সিনেমা ঘর বানাচ্ছে ও। ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি।

বিজ্ঞাপন

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ও যেভাবে সিনেমা ঘর বানাচ্ছে তাতে সিনেমাটা আরও বেশি ছড়িয়ে পড়বে। এটা যদি হয় তাহলে প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে। আর ওরা যে ছবিগুলো বানাচ্ছে সেগুলো মার্কেটও পাবে। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথাগুলো বলছিলেন, তখন সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎও। তবে মুখ্যমন্ত্রী বিষয়টি যে এভাবে প্রকাশ্যে আনবেন, সেটা তিনি আন্দাজ করতে পারেননি—তা তার অভিব্যক্তিতে প্রকাশ পাচ্ছিল।

বর্তমানে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে সিঙ্গেল স্ক্রিনগুলোর অবস্থা মোটেও ভাল নয়। অনেক হল বন্ধ হয়ে গেছে, অনেকগুলো বদলে গেছে শপিং মলে। এ পরিস্থিতিতে বেশ কয়েক বছর আগে নতুন উদ্যোগ নিয়েছিল এসভিএফ। সিঙ্গল স্ক্রিনগুলোকে আধুনিকায়ন করে এসভিএফ সিনেমা শুরু করেছিল। কিন্ত প্রসেনজিৎ ঠিক তেমনটা চাইছেন না।

বিজ্ঞাপন

প্রসেনজিৎ বিষয়টিকে করছেন আরও ছোট পরিসরে, মাইক্রো ফরম্যাটে। অর্থাৎ বেশি দর্শক নয়, ৪০ থেকে ৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি। এতে প্রত্যন্ত অঞ্চলের দর্শকের জন্য সুবিধা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ -টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission