‘থ্রি ইডিয়টস’ তারকার বিপরীতে বাসারকে সঙ্গী করে তিশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০৪:১৪ পিএম


আমরা এখনো লবিং করে অনুদান নেই এবং জাতীয় পুরস্কার পাই: জয়
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে দেশের কোনো চলচ্চিত্রে নয়, এই অভিনেত্রীর বড় পর্দার অভিষেক হতে যাচ্ছে ভারতের প্রযোজনায় নির্মিত একটি সিনেমার মাধ্যমে।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের টালিউড ইন্ডাস্ট্রির রোমান্টিক ঘরানার ছবি ‘ভালোবাসার মরসুম’-এ অভিনয় করবেন তানজিন তিশা। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন বাংলাদেশের খায়রুল বাসার এবং বলিউডের অভিনেতা শরমন জোশী। এছাড়া টালিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ও থাকছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

সিনেমাটি পরিচালনা করছেন এম এন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করেছিলেন।

বিজ্ঞাপন

চিত্রনাট্য অনুযায়ী, ছবিতে শরমন জোশী অভিনয় করছেন ‘প্রফেসর আবির’ চরিত্রে। কলেজে পড়ার সময় আবিরের প্রেমে পড়ে তার ছাত্রী হিয়া (তানজিন তিশা)। তবে আবির তখনো ভুলতে পারেননি তার সাবেক প্রেমিকা পারমিতা (সুস্মিতা)। পরবর্তীতে আবির ও হিয়ার বিয়ে হলেও আবিরের আচরণে পরিবর্তন আসে, যা হিয়ার কাছে রহস্যজনক হয়ে ওঠে। এই টানাপোড়েনের মধ্যে আবির-হিয়ার জীবনে প্রবেশ করে খায়রুল বাসার অভিনীত একটি চরিত্র।

সিনেমার শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বরের শুরুতে। দার্জিলিংয়ে হবে বেশিরভাগ অংশের দৃশ্যধারণ, এছাড়া মুর্শিদাবাদেও কিছু দৃশ্যের কাজ হবে। প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের সরস্বতী পূজায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ছবিটি নিয়ে তানজিন তিশা এখনও কোনো মন্তব্য না করলেও খায়রুল বাসার বলেন, চিত্রনাট্য পড়ে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটা টালিউডে অভিষেকের জন্য দারুণ একটি কাজ হতে যাচ্ছে। শরমন জোশীর মতো একজন তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা আমার জন্য অনেক বড় সুযোগ।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission