শুটিং সেটে গুরুতর আহত শাহরুখ খান, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০৩:০৮ পিএম


শুটিং সেটে গুরুতর আহত শাহরুখ খান, যা জানা গেল
ছবি: সংগৃহীত

বলিউড কিং শাহরুখ খান গুরুতর আঘাত পেয়েছেন তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন সময়ে। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সেখানেই স্টান্ট পারফর্ম করতে গিয়েই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, কিং খানের আঘাত এতটাই গুরুতর যে আগামী অন্তত দু’মাস ক্যামেরার সামনে ফিরতে পারবেন না তিনি।

প্রাথমিকভাবে ঠিক কীভাবে আঘাত লাগল, তা নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবে শোনা যাচ্ছে, চোট গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে শাহরুখ ও তার পুরো টিম। 

বিজ্ঞাপন

বলা হচ্ছে, শরীরের পেশিতে আঘাত লেগেছে, তবে বিস্তারিতভাবে কিছু জানাতে নারাজ প্রযোজক সংস্থা।

‘কিং’ নিয়ে ইতোমধ্যেই দর্শকের মধ্যে প্রবল উত্তেজনা। মেগাবাজেট এই ছবির তারকাবহুল কাস্টিং নিয়েও গুঞ্জনের শেষ নেই। খবর, ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, এমনকি অনিল কাপুরকেও। কিছুদিন আগে ট্যাটু আর পেশির ছবি শেয়ার করে অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছিলেন কিং খান।

তবে এবার শুটিং সেটেই এক মারাত্মক স্টান্ট দৃশ্য তার জন্য বয়ে আনল বিপদ।চিকিৎসকরা শাহরুখকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। ফলে নির্ধারিত শিডিউল অনুযায়ী শুটিং শুরু হচ্ছে না। আপাতত সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের মাঝামাঝি ফের ক্যামেরার সামনে ফিরতে পারেন তিনি— এমনটাই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রি মহলে। তবে শাহরুখের টিম এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এস

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission