একই দিনে আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ০৪:২৭ পিএম


একই দিনে আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’
ছবি: সংগৃহীত

হলিউডের সিনেমা ভক্তদের জন্য আরও দুটি সাড়া জাগানো ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। যার মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। ইউনিভার্সেল পিকচার্সের এই সিনেমার অন্যতম আকর্ষণ স্কারলেট জোহানসন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জনপ্রিয় এই তারকাকে ঘিরে এরইমধ্যে দর্শকদের ব্যাপক কৌতুহল লক্ষ্য করা গেছে। বক্স অফিসে ছবিটি দুর্দান্ত সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে। 

বিজ্ঞাপন

অন্যদিকে, গত ২০ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া হরর ছবি ‘২৮ ইয়ারস লেটার’ প্রথম দিনই রেকর্ডসংখ্যক আয় করেছে। এ ছবিটিও সাফল্যের দৌড়ে অনেক দূর যাওয়ার আভাস দিচ্ছে। বাংলাদেশের দর্শকদের জন্য ৪ জুলাই ছবি দুটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

হলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ছয়টি সিনেমা। সবগুলো ছবিই দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। পরিচালনা করেছেন গ্যারেথ অ্যাডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’র একটি স্বতন্ত্র সিক্যুয়েল, যা চতুর্থ জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা এবং জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির সামগ্রিকভাবে সপ্তম কিস্তি।

বিজ্ঞাপন

১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এই ছবি এরইমধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। ছবির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তার সঙ্গে আরও আছেন মাহেরশালা আলী, এবং জোনাথন বেইলি। জোহানসনকে দেখা যাবে বিশেষজ্ঞ জোরা বেনেটের ভূমিকায়, অবশিষ্ট ডাইনোসরের প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহের জন্য নিয়োগ করা হয়েছে তাকে। 

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘ডেভিড কোয়েপের চিত্রনাট্যের যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছিল তা হলো, জোরা চরিত্রটির জটিলতা ও গভীরতা। জোরা কেবল ঘটনাপ্রবাহের ভেতরে আটকে পড়া একজন ব্যক্তি নন, বরং তিনি নিজেই মিশনটি বেছে নিয়েছেন। এটাই তাকে আলাদা করে তোলে।’ 

চলতি বছর হলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর হরর সিনেমা মুক্তি পাচ্ছে এবং বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ‘২৮ ডেজ লেটার’ সিরিজের নতুন ছবি ‘২৮ ইয়ারস লেটার’। গত ২০ জুন মুক্তি পাওয়া এই সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী ছবিটি উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশনযত টাকা খরচ করে বানানো হয়েছিল, মুক্তির এক সপ্তাহের মধ্যেই তা আয় করে ফেলেছে ‘২৮ ইয়ার্স লেটার’। সারা বিশ্বে এরইমধ্যে ৫৬৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

বিজ্ঞাপন

এই জম্বি থ্রিলার পরিচালনা করেছেন ‘স্লামডগ মিলিয়নিয়র’ খ্যাত অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। মাত্র ১৪ বছরের অ্যালফি উইলিয়ামস ছবির মূল চরিত্রে অভিনয় করে সিনে অনুরাগীদের নজর কেড়েছেন। এ ছাড়া ছবিতে রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন এবং ‘হ্যারি পটার’ সিরিজের ‘লর্ড ভলডেমর্ট’ রাফ ফাইনস।

বিজ্ঞাপন

২০০২ সালে মুক্তি পেয়েছিল ড্যানি বয়েলের হরর-থ্রিলার ‘২৮ ডেজ লেটার’। ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ ছবিতে যিনি ওই নামের আমেরিকান নিউক্লিয়ার সায়েন্টিস্টের মুখ্য চরিত্রে ছিলেন, সেই চিলিয়ান মারফি এই ছবির নায়ক। ‘রেজ’ বলে একটি ভাইরাস সারা পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে। যে এই ভাইরাসে আক্রান্ত সে হিংস্র মানুষখেকোতে পরিণত হচ্ছে। সে রকম ‘জম্বি’ যদি কাউকে আঁচড়ে কামড়ে দেয়, তাহলে সেও তৎক্ষণাৎ সংক্রমিত হয়ে যাবে। যথারীতি ‘২৮ ডেজ লেটার’-এ এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার পরে সমাজব্যবস্থা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছে। তার মধ্যে, রাস্তায় আনাচে কানাচে যখন দলে দলে মানুষখেকো ‘জম্বি’ ঘুরে বেড়াচ্ছে। তখন কয়েকজন এই ভয়াবহ পরিস্থিতি থেকে কিভাবে নিজেদের বাঁচিয়ে রাখবে, সেটাই ‘২৮ ডেজ লেটার’-এর গল্প। ২০০৭-এ আসে ওই ছবির সিক্যুয়েল, ‘২৮ উইকস লেটার’। ১৮ বছরের অপেক্ষার পরে এসেছে ‘২৮’ সিরিজের তৃতীয় ছবি। 

আরটিভি/এএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission