বাংলা সিনেমা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে: শরাফ আহমেদ জীবন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ০৪:১৪ পিএম


বাংলা সিনেমা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে: শরাফ আহমেদ জীবন
ছবি: সংগৃহীত

এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে, বাংলা সিনেমা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে! আর সেই ধর্ষক হচ্ছে যারা 'পাইরেসি' করছে তারা- এমনই মন্তব্য করেছেন নির্মাতা শরাফ আহমেদ জীবন। যখন তিনি এমন মন্তব্য করলেন তখন ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে তার নির্মিত চক্কর সিনেমাটি পাইরেসি হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) সামাজিক মাধ্যমে জীবন বলেন, আমাদের মনে রাখতে হবে, পাইরেসি বন্ধ করতে না পারলে হয়তো দু-একটা সিনেমা বিচ্ছিন্নভাবে ব্যবসা করতে পারবে; কিন্তু ইন্ডাস্ট্রি কখনোই দাঁড়াতে পারবে না! আমি আমার সব কিছু দিয়ে সিনেমা বানাব, আর কিছু লোক শুধু পাইরেসি করে বসে বসে টাকা কামাবে, এটা তো হতে পারে না! সিনেমা পেশার সঙ্গে জড়িত  সবাইকে অনুরোধ করব, এই ইন্ডাস্ট্রিটা শুধু একজন প্রডিউসার বা একজন ডিরেক্টরের না!

তিনি বলেন, একজন প্রডিউসার বা ডিরেক্টর ক্ষতিগ্রস্ত হলে কমবেশি সবাই হবে। তাই সবাইকেই একসঙ্গে দাঁড়াতে  হবে। পাইরেসি একটা মহামারি, পাইরেসি একটা  যুদ্ধ, পাইরেসি একটা দণ্ডনীয় অপরাধ,  আমরা ৭১-এ জয়ী হয়েছি। আমরা ২৪-কে নিজেদের করে নিয়েছি। আমরা কভিডকে প্রতিহত করেছি।  আমরা পাইরেসিকেও পারব... শুধু নিজের বিবেককে একটু জাগ্রত করতে হবে। রাষ্ট্রকে তার দায়িত্ব পালন করতে হবে। 

বিজ্ঞাপন

ব্যাচেলর পয়েন্ট খ্যাত এই অভিনেতা বলেন, আপনাকে একবার হলেও বলতে হবে, আমি পাইরেসির পক্ষে না। আমি পাইরেসিকে সমথর্ন করি না!  ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে যে পাইরেসি করে তার শাস্তিও মৃত্যুদণ্ড হোক! তারা তো আমাকে, আমার সিনেমাকে ধর্ষণই করছে দিনে, রাতে, প্রতিমুহূর্তে। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission