সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে: শুভ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৭ জুন ২০২৫ , ০৩:৪৬ পিএম


সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে: শুভ
ছবি: কোলাজ

ভীষণ মা পাগল ছেলে নায়ক আরিফিন শুভ। প্রায়ই সময় সোশ্যাল মিডিয়ায় মা’কে নিয়ে নানান মুহূর্তের ভিডিও শেয়ার করতেন। গেল বছর মা’কে হারান শুভ। পবিত্র ঈদুল আজহার দিন মা খাইরুন নাহারকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন জনপ্রিয় এ নায়ক। 

বিজ্ঞাপন

Capture

শনিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরিফিন শুভ লেখেন, মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ, আমার ঈদের জামার কাপড়টা। আমার গলার চেইন খেয়াল করেছিল? তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে। আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি।  তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ঈদ মোবারক, মা। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ৭০ বছর বয়সে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নায়ক আরিফিন শুভর মা। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission