যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা সওদাগর

আরটিভি নিউজ

বুধবার, ২১ মে ২০২৫ , ০১:০৯ পিএম


যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা সওদাগর
মিশা সওদাগর

নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে জনপ্রিয় হন। সাধারণত খল অভিনেতাদের বাঁকা চোখে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি। বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা। বলছি মিশা সওদাগরের কথা। তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। এখন পর্যন্ত সাড়ে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি।

বিজ্ঞাপন

মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৫ মে) সেখানকার স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন খলনায়ক মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেতা।

এদিকে বুধবার (২১ মে) বাংলাদেশ স্থানীয় সময় ৫টার দিকে ফেসবুকে ছবিসহ একটি স্ট্যাটাস দিয়েছেন মিশা সওদাগর। সেখানে তার ভক্ত-অনুরাগীদের প্রতি নামাজ কায়েম করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মিশা সওদাগর লিখেছেন, ‘সুস্থ বা অসুস্থ যে অবস্থায় থাকেন না কেন, নামাজ কায়েম করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।’  

Posted by Facebook on Date:

স্ট্যাটাসে তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ সহমত প্রকাশ করেছেন, আবার কেউ তাকে ভাসিয়েছেন প্রশংসায়। 

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission