করোনায় জনপ্রিয় অভিনেতার মৃত্যু

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ০১:৪৫ পিএম


করোনায় জনপ্রিয় অভিনেতা মৃত্যু
ছবি: সংগৃহীত

ফের বিনোদন অঙ্গনে শোকের ছায়া। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাজ্য চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি। গত ৩০ জুন অ্যাশফোর্ডে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

বিজ্ঞাপন

অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার এজেন্ট জুলিয়ান ওউয়েন। তিনি জানান, অভিনেতা কেনেথ কলি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর হঠাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। 

অভিনেতার এজেন্ট ওউয়েন বলেন, একটি সড়ক দুর্ঘটনায় আহাত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রুত তিনি কোভিডে সংক্রমিত হন। যা পরে নিউমোনিয়ায় রূপ নেয়। করোনা ও নিউমোনিয়ায় কারণে মারা গেছেন কলি।

বিজ্ঞাপন

১৯৭০ সালে টেলিভিশন অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখা কেনেথ ১৯৮০ সালের ‘স্টার ওয়ার্স’ সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত পান। ১৯৮৩ সালের ‘রিটার্ন অফ দ্য জেডি’ সিনেমায় অ্যাডমিরাল পিয়েট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি পান।

দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবনে কেনেথ কোলি একাধারে ব্রিটিশ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অভিনয় করে গেছেন। ‘দ্য জোকার’, ‘পারফরমেন্স’, ‘দ্য মিউজিক লাভারস’, ‘ফাইয়ার ফক্স’,‘এ সামার স্টোরি’, ‘দ্য রেইনবো’, ‘দ্য লাস্ট আইসল্যান্ড’, ‘স্যাডো রান’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্রিটিংস’ সিনেমাটি পরিচালনা করেন। 

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission