একই দিনে হলিউডের ৪ ছবি স্টার সিনেপ্লেক্সে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ১২:৩১ পিএম


একই দিনে হলিউডের ৪ ছবি স্টার সিনেপ্লেক্সে

স্টার সিনেপ্লেক্সে শুক্রবার (২৭ জুন) একসঙ্গে মুক্তি পেতে পেয়েছে হলিউডের চারটি ছবি। আলোচিত হরর ছবি ‘মেগান’-এর সিক্যুয়েল ‘মেগান ২.০’ এবং ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের উপর ভিত্তি করে নির্মিত ছবি ‘এফ ওয়ান’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ২৭ জুন। 

বিজ্ঞাপন

অন্যদিকে, জনপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ সিরিজের লাইভ-অ্যাকশন রিমেক ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ গত ১৩ জুন মুক্তির পরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহলোতে বেশ ভালো সাড়া পেয়েছে। 

এ বছর মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে আয়ের দিক থেকে এ পর্যন্ত সেরা পাঁচ সিনেমার মধ্যে চতুর্থ অবস্থানে আছে এটি। এ ছাড়া এক দশকের দীর্ঘ অপেক্ষার পর পর্দায় এসেছে ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। এটিও দর্শক প্রত্যাশা পূরণে সমর্থ হয়েছে। আশা করা হচ্ছে বাংলাদেশের দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাবে ছবিগুলো।

বিজ্ঞাপন

মেগান ২.০ হল একটি টেকনো-থ্রিলার ধরনের সিনেমা, যেখানে বিজ্ঞান-কল্পকাহিনী, হরর, অ্যাকশন এবং সামাজিক উপপাদ্য একসাথে গাঁথা হয়েছে। প্রথম সিনেমার মতো এটি শুধু ভয় বা রোবটের খুনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এখানে এআই-এর নৈতিকতা, নিয়ন্ত্রণ, এবং মানব-সম্পর্কে এর প্রভাব নিয়ে প্রশ্ন তোলে।

এআই বনাম এআই অর্থাৎ মেগান বনাম অ্যামেলিয়া-এটা সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ। এটি অনেকটা টার্মিনেটর বনাম টার্মিনেটর টাইপ দ্বৈরথ কিন্তু ছোট মাপে ও গা ছমছমে আবহে। মেগানকে এখানে এন্টি হিরো হিসেবে উপস্থাপন করা হয়েছে। সে খলনায়িকা নয়, বরং এআই নিয়ন্ত্রণে রাখা একটি বিপজ্জনক হাতিয়ার। 

এফ ওয়ান ২০২৫ সালের একটি আমেরিকান স্পোর্টস ড্রামা চলচ্চিত্র। ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই ছবি। জোসেফ কোসিনস্কি পরিচালিত এ সিনেমার মাধ্যমে আবারও বিশ্বের চলচ্চিত্রমহলে আলোচনায় আসতে চলেছেন ব্র্যাড পিট। এই সিনেমায় ব্র্যাড পিটের পাশাপাশি অভিনয় করেছেন কেরি কনডন, হাভিয়ের বারডেম এবং ক্যালি কুওকোসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ একটি জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র। একই নামের একটি লাইভ-অ্যাকশন রিমেকও রয়েছে। একটি কাল্পনিক দ্বীপ বার্কে বসবাসকারী ভাইকিংস এবং ড্রাগনদের মধ্যে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। মূল অ্যানিমেটেড চলচ্চিত্রটি ২০১০ সালে মুক্তি পায় এবং এর সিক্যুয়েলগুলো হলো হাউ টু ট্রেইন ইওর ড্রাগন ২ (২০১৪) এবং হাউ টু ট্রেইন ইওর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড (২০১৯)।

বিজ্ঞাপন

প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার পর ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্রাঞ্চাইজি ফিরল নতুন ছবি নিয়ে। মৃত্যু যে কী ভয়াবহ এবং কিছু মৃত্যু ন্যায়বিচারের স্বপক্ষে দাঁডায় তা আগাগোড়াই ছিল এই ফ্র্যাঞ্চাইজির পরতে পরতে। এর আগে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজির।

এবারের ছবির নাম ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। ২০২৫ সালের একটি আমেরিকান অতিপ্রাকৃত হরর চলচ্চিত্র, যা জনপ্রিয় ফাইনাল ডেস্টিনেশন সিরিজের ষষ্ঠ কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি এবং অ্যাডাম বি. স্টেইন। ফ্র্যাঞ্চাইজি ভক্তদের প্রিয় টনি টড আবারও মর্টিশিয়ান উইলিয়ামের ভূমিকায় অভিনয় করেছেন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission