নিজেকে সঠিক প্রমাণ করতে নির্মাতাদের গর্ভপাতের রিপোর্ট দেখাতে হয় স্মৃতিকে

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৫:৩৩ পিএম


নিজেকে সঠিক প্রমাণ করতে নির্মাতাদের গর্ভপাতের রিপোর্ট দেখাতে হয় স্মৃতিকে
ছবি: সংগৃহীত

এক সময়ের সবচেয়ে জনপ্রিয় টিভি সিরিয়াল ছিল ‘কিউ কি সাস ভি কভি বহু থি’। স্টার প্লাসের সেই সিরিয়ালের সিজন ২ নিয়ে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। সিরিয়ালের মুখ্য চরিত্র ছিল ‘তুলসী’তে অভিনয় করেছিলেন স্মৃতি ইরানি। সম্প্রতি সিরিয়ালটির নানা অজানা তথ্য ও গল্প জানালেন এ অভিনেত্রী। 

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কিউ কি সাস ভি কভি বহু থি’তে অভিনয়ের সে সময় নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তাকে তার মিসক্যারেজের রিপোর্ট কিউ কি সাস ভি-র নির্মাতাদের দেখাতে হয়েছিল।

রাজ শামানির পডকাস্টে স্মৃতি ইরানি বলেন, আমার ছেলের বয়স যখন তিন দিন তখন আমি ‘কিউকি সাস ভি কভি বহু থি’র সেটে ফিরে আসি। কেন? কারণ প্রত্যেককে প্রতিদিন রাত সাড়ে ১০টায় একটি করে নতুন পর্ব দেখতে হতো। 

বিজ্ঞাপন

1200-675-24283932-thumbnail-16x9-aaaa

তিনি জানান, গর্ভপাতের পরও নাকি তাকে কাজ করতে হয়েছে। প্রয়াত প্রযোজক রবি চোপড়া তাকে এক সপ্তাহের ছুটি দিয়েছিলেন, কিন্তু একতা কাপুর তা মঞ্জুর করতে পারেননি কারণ প্রতিদিন সেই শোয়ের একটি নতুন পর্ব প্রচারিত হচ্ছিল।

স্মৃতির কথায়, প্রোডাকশনের একজন একতা কাপুরকে বলেছিলেন, আমরা শুটিংয়ের জন্য প্রস্তুত, কিন্তু স্মৃতিকে পাওয়া যাচ্ছে না। ও মিথ্যা কথা বলছে। ওর কিছুই হয়নি। সুতরাং আমাকে হাসপাতালে গিয়ে আমার গর্ভপাতের রিপোর্ট নিয়ে আসতে হয়েছিল যাতে আমি প্রমাণ করতে পারি যে এটি সত্যিই ঘটেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission