হৃদয়ের নায়িকা মোনালিসা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯ , ০১:২০ পিএম


হৃদয়ের নায়িকা মোনালিসা

জনপ্রিয় তারকা হৃদয় খান। সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত পরিচালক হিসেবেই পরিচিতি তার। মাঝে নাটকে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন।

বিজ্ঞাপন

এবার পরিচালক হিসেবে নাম লেখালেন তিনি। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন হৃদয় খান। একই সঙ্গে অভিনেতা হৃদয়কেও পাওয়া যাবে স্বল্পদৈর্ঘ্যটিতে। নাম ঠিক না হওয়া স্বল্পদৈর্ঘ্য ছবিতে হৃদয়ের বিপরীতে রয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়েছে। জানা গেছে, ছবিটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন হৃদয় খান।

বিজ্ঞাপন

২৫ মিনিট ব্যাপ্তির স্বল্পদৈর্ঘ্যটির কাহিনী আবর্তিত হয়েছে আটকে পড়া একজন তরুণকে ঘিরে। ওই তরুণ আটকে পড়া স্থান থেকে বের হওয়ার চেষ্টা করলে একের পর এক চমকপ্রদ নানা কাণ্ড ঘটতে থাকে।

হৃদয় খান জানিয়েছেন, ভিডিও নির্মাণ ও সম্পাদনার প্রতি তার অনেক আগে থেকেই দুর্বলতা রয়েছে। আর বেশ কিছু মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। সেই জায়গা থেকে শখের এই কাজটি করতে পেরে তিনি বেশ আনন্দিত। দর্শকরা কাজটি পছন্দ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

আরো পড়ুন:

বিজ্ঞাপন

এম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission