জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নির্মাতা মালেক আফসারী

আরটিভি নিউজ

রোববার, ০৩ আগস্ট ২০২৫ , ০৭:৩৩ এএম


জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নির্মাতা মালেক আফসারী
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। তবে ভিড় ও চিকিৎসকদের বিধিনিষেধের কারণে তিনি ভেতরে প্রবেশ করতে পারেননি। তবুও সেখানে গিয়ে এক ধরনের মানসিক স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২ আগস্ট) রাতে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ‘চারিদিকে সুখবর’ শিরোনামের এপিসোডে মালেক আফসারী এসব কথা জানান।

তিনি বলেন, ‘মন থেকে টানছিল, তাই বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়েছিলাম। জানতাম ঢুকতে পারব না, তবুও মন যা বলে তাই করেছি। বাইরে কিছুক্ষণ ঘুরে চলে এসেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাসায় ফিরে টিভির সামনে অপেক্ষা করছিলাম। হঠাৎ ডা. জাহাঙ্গীর কবীর টিভিতে এসে হাসিমুখে বসতে দেখেই বুঝে গিয়েছিলাম, অপারেশন সফল হয়েছে।’

মালেক আফসারী বলেন, ‘ডা. শফিকুর রহমানের জন্য শুধু জামায়াত নয়, সব দলের মানুষই দোয়া করছিলেন। তিনি সবার কাছেই জনপ্রিয়। তবে রাজনৈতিক কারণে অনেকে তা প্রকাশ্যে বলতে পারেন না।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission