আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি: তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৬:২৭ পিএম


আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি: তাসনুভা তিশা
ছবি: সংগৃহীত

ছোটপর্দার প্রিয় মুখ তাসনুভা তিশা সম্প্রতি প্রশংসায় ভাসালেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ওরফে রিপন ভিডিও-কে। এক আলাপচারিতায় তিনি বলেন, এত সুন্দর ভ্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি। আমি জাস্ট এই লোকটাকে ভালোবাসি। রিপন ভাই এত জেনুইন কীভাবে করে আল্লাহ জানে।

বিজ্ঞাপন

তিশার কথায়, রিপনের কনটেন্ট যেমন হাস্যরসপূর্ণ তেমনি উপস্থাপনেও থাকে এক ধরনের প্রাঞ্জল স্বাভাবিকতা। 

তিনি বলেন, এত সুন্দর ডায়লগ কীভাবে দেয় মানুষ! আর ওনাকে এত ন্যাচারাল লাগে... তা বলে বুঝানো যাবে না।

বিজ্ঞাপন

রিপনের প্রতি ভালোবাসা বোঝাতে গিয়ে তিশা নিজেই তুলে ধরেন কিছু জনপ্রিয় ডায়লগ ‘লাম্পা একটা ঘুম দিয়া-লাইছি’, ‘গাড়ির মধ্যে হামাইলাম’, ‘ঘুমতে উডলে একটা রং চা না খাইলে মাতার গিট্টুডি খুলে না’, আর ‘এরপর আমি একটা চিনির প্যাকেট খুললাম’।

রিপন মিয়ার কনটেন্ট এখন কেবল সাধারণ দর্শক নয়, বিনোদন অঙ্গনের তারকাদের মাঝেও সাড়া ফেলেছে। তার ভিন্নধর্মী উপস্থাপনা ও নিজস্ব ভাষাভঙ্গি দ্রুতই হয়ে উঠছে সবার মন জয় করার অন্যতম উপকরণ।

রিপনের এই সাফল্য অনেকের জন্যই অনুপ্রেরণা। এছাড়া তিশার মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর এমন উচ্ছ্বসিত প্রশংসা নিঃসন্দেহে তাকে আরও অনুপ্রাণিত করবে নতুন ও সৃষ্টিশীল কনটেন্ট তৈরিতে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission