রাতে পার্টি করে বড় বিপদে পাঁচ বন্ধু, অতঃপর...

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৫:৪৩ পিএম


রাতে পার্টি করে বড় বিপদে পাঁচ বন্ধু, অতঃপর...
ছবি: সংগৃহীত

দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে আসতে যাচ্ছে ‘ফাইভ গো ওয়াইল্ড’। এক রাতের পার্টি কত বড় বিপদ ডেকে আনতে পারে, তা দেখা যাবে এই নাটকে। পাঁচ বন্ধুর রাতের পার্টিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে নাটকের গল্প। 

বিজ্ঞাপন

পাঁচ বন্ধুর মধ্যে এক বন্ধুর ব্যাচেলর পার্টি শেষে পরদিন সকালে তাদের ঘুম ভাঙে এক ভাঙাচোরা, লন্ডভন্ড রিসোর্ট রুমে। চারপাশের এই অবস্থা দেখে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়! সেই মুহূর্ত থেকেই তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা। কিন্তু তারা যতই রহস্যের গভীরে যাচ্ছে, রহস্য ততই ঘনীভূত হচ্ছে। 

Five-Go-wild-PR-Image-2_20250731_171609674

বিজ্ঞাপন

‘ফাইভ গো ওয়াইল্ড’ নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার, আনভি রনিও, ইমেল হক, আহসান হাবিব অঙ্কন, শাকিল শাহ প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন রাহাত কবীর। রচনা করেছেন মো. শাহজাদা সাহেদ। নাটকটি কমেডি এবং সাসপেন্সের এক টানটান মিশ্রণ।

ফাইভ গো ওয়াইল্ড নাটকটি প্রকাশিত হবে ২ আগস্ট শনিবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।  

আরটিভি/এএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission