কোরিয়া গিয়ে স্বপ্নের নায়িকার দেখা পেলেন গায়ক আল আমিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ০৮:২৫ পিএম


গায়ক ও অভিনেতা আল আমিন
ছবি: সংগৃহীত

নতুন এক স্বপ্নপূরণের গল্প লিখলেন বাংলাদেশি গায়ক ও অভিনেতা আল আমিন। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’-তে নামভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এবার কোরিয়া সফরে ঘটল আরেকটি চমকপ্রদ ঘটনা—সাক্ষাৎ হলো তার বহু কাঙ্ক্ষিত স্বপ্নের নায়িকা, কোরিয়ান তারকা জুন জি হিয়ন-এর সঙ্গে। 

বিজ্ঞাপন

নোয়াখালীর ২৩ বছর বয়সী এই তরুণ গায়ক তার অসাধারণ অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হয়েছেন দেশ-বিদেশে। ‘আলী’ চলচ্চিত্রটি কান উৎসবে নির্বাচিত হওয়ার খবর পান চলতি বছরের মে মাসের শুরুতে, পরিচালক আদনান আল রাজীবের মাধ্যমে। এরপর কান উৎসবে অংশ নিয়ে নিজেকে নতুনভাবে চিনিয়ে দেন।

বর্তমানে একটি গানের অনুষ্ঠানে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন আল আমিন। তবে তার এই সফরের অন্যতম বড় আকাঙ্ক্ষা ছিল কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী জুন জি হিয়ন-এর সঙ্গে দেখা হওয়া। অবশেষে সেটিও বাস্তবে রূপ নেয়। 

বিজ্ঞাপন

আল আমিন জানান, “আমি যখন কোরিয়ায় নামি, তখনো জানতাম না কী চমক অপেক্ষা করছে। বিমানবন্দরে হঠাৎ করেই দেখি, প্রিয় অভিনেত্রী জুন জি হিয়ন সেখানে! চারপাশে নিরাপত্তা বেষ্টনী, ভক্তদের ভিড়—সবকিছুর মাঝেও আমি সুযোগ পেলাম তার সঙ্গে একটি ছবি তোলার।” 

আল আমিন আরও বলেন, “আমার প্রথম কোরিয়ান নাটক ছিল জুন জি হিয়নের অভিনীত। উনার কাজ থেকেই কোরিয়া নিয়ে আগ্রহ তৈরি হয়। কিছুদিন আগেও তার একটি গানের কাভার করেছিলাম, যেটা আমার ফেসবুক পেজে আপলোড করেছি। এমনকি আমার ফোনের ওয়ালপেপারও উনার ছবি!”

গায়ক হিসেবে পরিচিত হলেও আল আমিন এখন নিজেকে অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত করছেন। তার ভক্তরা বলছেন—স্বপ্ন দেখার সাহস থাকলে, স্বপ্ন পূরণও সম্ভব।

বিজ্ঞাপন

Posted by Facebook on Date:

 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission