আইসিইউতে দেশের প্রখ্যাত ড্রামার ও সংগীত পরিচালক মানিক আহমেদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ জুলাই ২০২৫ , ০২:৫২ পিএম


আইসিইউতে দেশের প্রখ্যাত ড্রামার ও সংগীত পরিচালক মানিক আহমেদ
সংগৃহীত ছবি

দেশের প্রখ্যাত ড্রামার ও সংগীত পরিচালক মানিক আহমেদ এখন যুক্তরাষ্ট্রের জ্যামাইকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। জনপ্রিয় এই সংগীতশিল্পী হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

বিজ্ঞাপন

মানিক আহমেদের ঘনিষ্ঠ বন্ধু, বেজ গিটারিস্ট সোহেল সোমবার আরটিভিকে জানান, ‘মানিক হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোক করেন। পরে তার দুটি বড় অপারেশন হয়। এখন আইসিইউতে আছেন। আমরা সবার কাছে দোয়া চাইছি।’

প্রসঙ্গত, বাংলাদেশের সংগীতাঙ্গনে পারকাশন, ড্রামস এবং রিদম সেকশনের অন্যতম সেরা প্রতিনিধি মানিক আহমেদ। প্রায় তিন দশক ধরে ড্রামের তালে নিজেকে গড়ে তুলেছেন তিনি। কৈশর থেকেই ড্রামস ছিল তাঁর নেশা ও ভালোবাসা। বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যান্ডদলের অনেক ড্রামারই তার ছাত্র।

বিজ্ঞাপন

সংগীতজীবনে মানিক আহমেদ প্রথম বাংলাদেশি মিউজিশিয়ান, যিনি আন্তর্জাতিক কোনো মিউজিক ইন্সট্রুমেন্ট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পান। বিশ্বখ্যাত ‘রোল্যান্ড’ ব্র্যান্ডের ড্রাম কিট ও রিদম প্রোগ্রামিং ইন্সট্রুমেন্টের বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তিনি। ফলে বিশ্বের শীর্ষ ড্রামারদের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন মানিক।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission