গৃহকর্মীদের জন্য কোটি টাকার বাড়ি উপহার আলিয়া ভাটের!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০৬:৫০ পিএম


আলিয়া ভাট
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী আলিয়া ভাট ফের প্রমাণ করলেন, তার হৃদয় ঠিক ততটাই বড় যতটা তার তারকাখ্যাতি। সম্প্রতি খবর মিলেছে, আলিয়া তার গাড়িচালক এবং গৃহকর্মীকে উপহার হিসেবে দিয়েছেন মাথা গোঁজার ঠাঁই—তাও একেবারে ৫০ লাখ রুপি মূল্যের করে দু’টি বাড়ি!

বিজ্ঞাপন

‘স্টুডেন্ট অব দি ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক হলেও বর্তমানে আলিয়া ভাট রয়েছেন ক্যারিয়ারের শীর্ষ বিন্দুতে। একের পর এক হিট সিনেমা, আন্তর্জাতিক প্রজেক্ট, আর নামিদামি ব্র্যান্ডের মুখ হিসেবে আলিয়া এখন বলিউডের শীর্ষ সারির তারকা। অথচ সাফল্যের মধ্যেও তিনি ভুলে যাননি সেই মানুষদের, যারা তার প্রথম দিন থেকেই পাশে ছিলেন।

সূত্রের খবর, অভিনেত্রীর গাড়িচালক এবং দীর্ঘদিনের এক গৃহকর্মী—দুজনকেই তিনি উপহার হিসেবে দিয়েছেন ৫০ লাখ রুপির বাড়ি কেনার অর্থ, মুম্বইয়ের অভিজাত এলাকা জুহু এবং খারে। এর আগেও, ২০১৯ সালে এই দুই বিশ্বস্ত সঙ্গী সুনীল ও অমোলকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন আলিয়া।

বিজ্ঞাপন

আলিয়ার এই উদারতার কথা কখনোই প্রকাশ্যে আসেনি। সবসময় পর্দার আড়ালেই থেকে গেছে তার দান-ধ্যান। তবে এবার বিষয়টি সামনে আসতেই চারদিকে প্রশংসার ঝড় উঠেছে।

‘জিকিউ ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, বর্তমানে কাপুর পরিবারে সর্বাধিক ধনী সদস্য হলেন এই বউমাই। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি। তালিকায় এরপরেই আছেন কারিনা কাপুর (৪৮৫ কোটি), আর তৃতীয় স্থানে রয়েছেন রণবীর কাপুর (৩৪৫ কোটি)।

তাছাড়া বলিউডের সবচেয়ে দামি নায়িকাদের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের পরেই। একজন শিল্পী যখন শুধু পেশাগত দিক থেকেই নয়, মানবিক গুণেও সকলের নজর কাড়েন—তখনই তিনি হয়ে ওঠেন সত্যিকারের তারকা। আর আলিয়া ভাট সেই দৃষ্টান্তই স্থাপন করলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission