মারা গেছেন উদীচীর সভাপতি বদিউর রহমান

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০২:৩৬ পিএম


মারা গেছেন উদীচীর সভাপতি বদিউর রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বদিউর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ জুলাই) গভীর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিজ্ঞাপন

বদিউর রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। তিনি জানান, প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ বরিশালে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। 

১৯৪৭ সালে বরিশালে জন্মগ্রহণকারী বদিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। সরকারি কলেজে অধ্যাপনা শেষে তিনি ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। 

বিজ্ঞাপন

বদিউর রহমান আশির দশক থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশকে তিনি উদীচীর সহ-সভাপতির দায়িত্বে আসেন। ২০২২ সালের জুনে উদীচীর ২২তম জাতীয় সম্মেলনে তিনি সভাপতি পদে নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।

আরটিভি/এএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission