সময় নিজেই সব বলে দেয়: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ০৩:১৪ পিএম


সময় নিজেই সব বলে দেয়:  নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া একটি স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

বিজ্ঞাপন

517397667_1286150779537432_8295218514133878115_n

বুধবার (১৬ জুলাই) সকালে নুসরাত ফারিয়া তার পোস্টে ‘সময়’ প্রসঙ্গে লেখেন, সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। বিশ্ব সেটা দেখছে…আমি ছেড়ে দিলাম।

বিজ্ঞাপন

516891834_1286150712870772_5855018860495541553_n

সেই প্রশ্নের উত্তর খুঁজতে ভক্তরা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ১০০% রাইট বলেছেন। নুসরাত ফারিয়া আপু সময় সবসময় তার যোগ্য জবাব দেয়। আরেকজন লেখেন, দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য। আরও একজন লেখেন- একদম ঠিক কথা বলেছেন। আরও একজন লেখেন-অসাধারণ কথা, অসাধারণ যুক্তি আপনি এবং দুলাভাই কখনো অযৌক্তিক কথা বলতে পারেন না। পাশে থাকবেন আপু।

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission