নেপালের সিনেমা প্রথমবারের মতো বাংলাদেশের পর্দায়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১২:৫৪ পিএম


নেপালের সিনেমা প্রথমবারের মতো বাংলাদেশের পর্দায়
‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’র পোস্টার। ছবি: সংগৃহীত

আগামী ১৮ জুলাই মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে নেপালের ছবি ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। সাফটা চুক্তির আওতায় শো-মোশন লিমিটেড ঢাকায় এই ছবি আমদানি করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমাটি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামালের অভিনয়ে নির্মিত হয় এবং ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছিল। ছবিটির প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স।

দীপেন্দ্র গাউছান পরিচালিত ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ নেপালে মুক্তির পর ব্যাপক প্রশংসা পায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। দুই ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের নেপালি ভাষার এই সিনেমাটি তৈরি হয়েছে লোকজ সংস্কৃতি এবং ভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রেমের গল্প নিয়ে।

বিজ্ঞাপন

ছবির গল্প আবর্তিত হয়েছে দুই চরিত্রকে কেন্দ্র করে। তারা ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হয়ে প্রথম দেখা হয় একটি ক্যাফেতে। অনিচ্ছাকৃত এক ঘটনায় মেয়েটির কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে অপহরণ করে ছেলেটি। এরপর শুরু হয় অপহরণের ‘ভুল-বোঝাবুঝি’ আর যাত্রা, যেখানে মেয়েটিকে পাহাড়ি অঞ্চল থেকে মধেশের সমতলভূমিতে নিয়ে যাওয়া হয়। প্রথমে ভীত হলেও ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ছেলেটি মধেশের সুন্দর স্থানগুলো দেখায় এবং মেয়েটি সেখানে মানুষ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা পোষণ করতে শুরু করে। সিনেমাটি নেপালের তরাই অঞ্চলের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সুন্দরভাবে তুলে ধরে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ঢাকাসহ দেশের অন্যান্য শহরের স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে সিনেমাটি প্রদর্শিত হবে। ১৭ জুলাই সন্ধ্যায় এয়ারপোর্ট-সংলগ্ন সেন্টার পয়েন্ট শাখায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে, যেখানে নেপালের রাষ্ট্রদূত, ছবির পরিচালক, প্রযোজকসহ অন্যান্য কলাকুশলী এবং ‘ন ডরাই’ সিনেমার কলাকুশলীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে সরকার দেশের হলে উপমহাদেশের সিনেমা মুক্তির জন্য পাঁচ শর্তের ভিত্তিতে অনুমতি প্রদান করে। সেই বছর থেকেই ভারতের বিভিন্ন ছবি ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’ মুক্তি পায়। তবে এবার প্রথমবারের মতো নেপালি সিনেমা সরাসরি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে, নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় কিছু সিনেমা তৈরি হলেও সরাসরি নেপালি ছবি মুক্তি পায়নি। ‘মিসিং’ সিনেমা দিয়েই বাংলাদেশে নেপালি সিনেমার যাত্রা শুরু হলো।

বিজ্ঞাপন

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission