ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা সম্প্রতি কানাডার একটি শহরে ক্যাফে ব্যবসা শুরু করেছেন। কৌতুক দিয়ে ক্যারিয়ারে সফলতা পেলেও ব্যবসায় নাম লিখিয়ে বাধার মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একদল অজ্ঞাত বন্দুকধারী হামলা চালিয়েছে কপিলের ‘ক্যাপস ক্যাফে’ তে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (৯ জুলাই) স্থানীয় সময় রাত একটা নাগাদ কয়েকজন হামলাকারী গাড়িতে করে এসে বাইরে থেকে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনার সময় ক্যাফেটি বন্ধ থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।
গুলির শব্দ শুনে আশপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মোট ছয় রাউন্ড গুলি চালিয়েছে।
এ ঘটনার পর কপিল শর্মার টিম জানিয়েছে, ক্যাফেটি সম্প্রতি চালু হয়েছে এবং এটি অভিনেতার একটি স্বপ্নের প্রতিষ্ঠান। কপিল বর্তমানে কানাডায় নেই। তবে এই ঘটনায় বেশ মর্মাহত।
এই ঘটনায় হরজিৎ সিং লাড্ডির গ্যাংয়ের জড়িত থাকার দায় স্বীকার করেছেন তিনি। হরজিৎ মূলত খালিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। সাম্প্রতিক সময় বেশ কিছু বিষয়ে এমন কিছু মন্তব্য করেন কপিল শর্মা, যার কারণে এ হামলা বলে জানিয়েছেন হরজিৎ সিংহ লাড্ডি।
আরটিভি/এএ/এস