আগামী ঈদুল ফিতরে ‘দম’ নিয়ে আসছেন নিশো

বিনোদন প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ০৫:২২ পিএম


আসন্ন ঈদুল ফিতরে ‘দম’ নিয়ে আসছেন নিশো
ছবি: সংগৃহীত

আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে অভিনেতা আফরান নিশোর ‘দম’ সিনেমা। এই সিনেমার পরিচালক হিসেবে রয়েছেন ‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি। এতে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন আফরান নিশো এবং রেদওয়ান রনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। ‘দম’ সিনেমার ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। তখন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। 

এখন জানানো হচ্ছে সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশো। এ বিষয়ে রেদওয়ান রনি জানান, সিনেমায় চঞ্চল চৌধুরী থাকছেন। অর্থাৎ আফরান নিশো ও চঞ্চল চৌধুরী– দুজনেই থাকছেন ’দম’ সিনেমায়।

বিজ্ঞাপন

চঞ্চল চৌধুরী বলেন, রেদওয়ান রনি পরিচালনায় ফিরছে, এটা একটা আনন্দের ব্যাপার। তার ’দম’ সিনেমার গল্পটা অসাধারণ, এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ‍্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন। এ সিনেমার সঙ্গে যারা আছেন, সবাই আমার খুব ভালোবাসার। পছন্দের গল্প–চরিত্র আর মানুষদের সঙ্গে কাজ করব, এটাই তো সবচেয়ে আনন্দের।

আরও পড়ুন

এই সিনেমা নিয়ে রেদওয়ান রনি বলেন, ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প, ‘পাওয়ার অব এ কমন ম্যান’ নিয়ে কাজ করব। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম। বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

আফরান নিশো বলেন, এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই। ‘দম’ একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে। এমন স্টোরি নিয়ে অভিনেতার রয়েছে বিশেষ দুর্বলতা। 

নিশোর মতে, এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। তবে অভিনেতার কাছে সবচেয়ে বড় বিষয়, ‘দম’–সিনেমায় পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।

তিনি আরও বলেন, আমার অভিনীত ’সুড়ঙ্গ’, ’দাগি’ গল্প নির্ভর সিনেমা এবং পারফরম্যান্স বেইজ, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। ‘দম’ও তার ব্যতিক্রম কিছু না। অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমি তো বলব, গত দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প ‘দম’।

‘দম’ সিনেমায় নারী কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন? কবে এবং কোথায় হবে সিনেমাটির শুটিং? এ বিষয়ে রেদওয়ান রনি বলেন, ‘শিল্পী নির্বাচন এবং লোকেশন দেখার কাজ চলছে। আশা করছি ঠিক সময়ে দর্শকদের সব উত্তর দিতে পারব। অল্প সময়ের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু করতে পারব আশা করছি।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission