মুরাদনগরের ঘটনার প্রতিবাদে যা বলছেন তারকারা

আরটিভি নিউজ

রোববার, ২৯ জুন ২০২৫ , ০৫:১৯ পিএম


মুরাদনগরের ঘটনার প্রতিবাদে যা বলছেন তারকারা
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে ঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও শনিবার (২৮ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই দেশজুড়ে সমালোচনা শুরু হয়। এই বিভৎস  ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। একের পর এক তারকা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ বিষয়ে অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেছেন, দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। প্রতিটি নারী যেন নিরাপদে চলাফেরা করতে পারে। প্রতিটি অন্যায়ের সঠিক বিচার হোক। আর প্রতিটি ধর্ষকের হোক ফাঁসি। মুরাদনগরের ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।

অভিনেত্রী তমা মির্জা ক্ষোভ ঝেড়ে লিখেছেন, মুরাদনগর, কুমিল্লা! বিভৎসতা! লজ্জা!

অভিনেত্রী মৌসুমী হামিদের পোস্টে উঠে আসে হতাশা ও অসহায়তা, মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না, খুব শিগগিরই।

বিজ্ঞাপন

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি হ্যাশট্যাগ দিয়ে আহ্বান জানিয়েছেন সচেতনতায়, #ধর্ষণকে_না_বলুন #এর_বিরুদ্ধে_রুখে_দাঁড়ান #নীরবতাই_সমর্থন #ধর্ষণ_বন্ধ_করুন

বিজ্ঞাপন

নুসরাত ফারিয়া এক বাক্যে প্রতিবাদ জানিয়েছেন-

"Stop Rape."

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর মন্তব্য আরও গভীর,

‘বিবস্ত্র বাংলাদেশ।’

অভিনেতা জিয়াউল রোশান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেছেন, ধর্ষকদের একটাই শাস্তি-জনসম্মুখে ফাঁসি। তারা কোন দল বা ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়। শুধু চাই, তাদের যেন আর কোনো নারীকে ছোঁয়ার সুযোগ না থাকে।

অভিনেতা আরশ খান লিখেছেন, কাপুরুষত্ব যখন চরমে পৌঁছায়, তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্মপরিচয়হীন না হলে একজন নারীর সঙ্গে এমন পাশবিক আচরণ করা সম্ভব না। একবার জারজ সবসময়ই জারজ থাকে।

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত শিমুল শার্মার প্রতিবাদ ছিল কবিতা,

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।

অভিনেতা সাইদুর রহমান পাভেল ফেসবুক লাইভে এসে বললেন, ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দিন। ওদের বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এখন মনে হচ্ছে ভুল করছি, ভুল করেছে সবাই।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission