মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে যা বললেন মিথিলা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৯ জুন ২০২৫ , ০৪:৫৬ পিএম


মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তারকাদের প্রতিবাদ, কে কি বলছেন?
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ২৫ বছরের এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই নেট দুনিয়ায় চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

এ ঘটনার প্রতিবাদে উত্তাল শোবিজ অঙ্গনও। সামাজিকমাধ্যমে একের পর এক তারকা ক্ষোভ প্রকাশ করে ধর্ষকদের বিচার দাবি করছেন। ন্যাক্কারজনক ঘটনাটির প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘ধিক্কার।’ এরপর হ্যাশট্যাগ ব্যবহার করে অভিনেত্রী লিখলেন, ‘ধর্ষকের শাস্তি চাই।’

বিজ্ঞাপন

মিথিলার দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তার অনুসারীরা। কেউ কেউ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাইছেন। কেউ কেউ মন্তব্য করে বলছেন, প্রকাশ্যেই কার্যকর হোক এদের শাস্তি।

এদিকে মিশা সওদাগর লিখেছেন, দেশের প্রতিটি মানুষ যেনো শান্তিতে বসবাস করতে পারে। প্রতিটি নারী যেনো নিরাপদে চলাফেরা করতে পারে। প্রতিটি অন্যায়ের সঠিক বিচার হোক। আর প্রতিটি ধর্ষকের হোক ফাঁসি। মুরাদনগরের ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।

এ ছাড়াও দাগি সিনেমার নায়িকা তমা মির্জা ক্ষোভ ঝেড়ে লিখেছেন, মুরাদনগর, কুমিল্লা! বিভৎসতা! লজ্জা! অভিনেত্রী মৌসুমী হামিদের ভাষ্য, মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না, খুব শিগগিরই।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হোমনা থেকে মুরাদনগরে বাবার বাড়ি বেড়াতে আসা এক নারীকে পাঁচকিত্তা গ্রামের শহিদ মিয়ার ছেলে ফজর আলী কৌশলে ঘরের দরজা খুলে ধর্ষণ করেন। ঘটনার সময় আশপাশের কয়েকজন লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগী নারীকে বিবস্ত্র অবস্থায় দেখে ভিডিও ধারণ করে এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission