জাপানে পুরস্কার জিতল ‘নীলপদ্ম’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০৪:৫৭ পিএম


নীলপদ্ম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গর্ব বাড়াল তৌফিক এলাহির চলচ্চিত্র ‘নীলপদ্ম’। টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ ‘বেস্ট ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে এই ছবি। রুনা খানের অনবদ্য অভিনয়, শক্তিশালী গল্প ও নিপুণ নির্মাণশৈলীর জন্য ছবিটি বিচারকদের নজর কাড়ে। এই অর্জনকে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। 

বিজ্ঞাপন

নীলপদ্ম চলচ্চিত্রের নির্মাতা তৌফিক এলাহি বলেন, টোকিও লিফট অফ ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিলো, জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটা ভাবিনি। 

নির্মাতা আরও বলেন, নীলপদ্ম আমার গবেষণাধর্মী নির্মাণ। ছবিটি সম্প্রতি টোকিও লিফট অফ উৎসবে পুরস্কৃত হয়েছে। উৎসব কর্তৃপক্ষ আমাকে ইমেইল যোগে আগেই বিষয়টি জানিয়েছেন, কিন্তু ইমেইল চেক করতে দেরী হলো বলে আজ বিষয়টি জানতে পারি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়, এই ছবির আর্টিস্ট, কলাকুশলী এবং ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।

বিজ্ঞাপন

‘নীলপদ্ম’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু। আরও আছেন রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’ চলচ্চিত্রটি। নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীলপদ্ম’র। চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হয় ছবিটি।

আরও পড়ুন

‘নীলপদ্ম’র এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের সিনেমাকে বিশ্বদর্শকের সামনে আরও এক ধাপ এগিয়ে নিল।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission