গ্রেপ্তার আল্লু অর্জুন

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ০২:২২ পিএম


গ্রেপ্তার আল্লু অর্জুন
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন রেবতী নামে এক নারী। সঙ্গে ছিল তার ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছাতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার আট বছরের ছেলেকে। আরও কয়েক জন ওই দিন ভিড়ের মধ্যে আহত হয়েছিলেন।

এরপরই চিক্কদাপল্লী পুলিশ স্টেশনে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে রেবতীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। অভিনেতার সিকিউরিটি টিমের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

ওই দিন ওই প্রেক্ষাগৃহে পুষ্পা-২ ছবির স্ক্রিনিংয়ে পৌঁছেছিলেন আল্লু অর্জুনের প্রচুর ভক্ত। অভিনেতা প্রেক্ষাগৃহে পৌঁছাতেই সবাই তার কাছে পৌঁছানোর জন্য হুড়োহুড়ি শুরু করেন। তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই পদপিষ্ট হয়ে আহত হন। আল্লু অর্জুনের সিকিউরিটি টিম কোনোভাবেই ভিড় সামাল দিতে পারেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি। 

তিনি আরও বলেন, আমার ২৫ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা। ওদের বিব্রত করতে চাই না। ওদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চাই। এ ক্ষতি অপূরণীয়। ওরা একটু সামলে উঠলে আমি গিয়ে দেখা করে আসব। যেকোনো প্রয়োজনে ওদের পাশে থাকব।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১,০৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি। আয় ১৭ শ’ কোটি রুপি ছাড়াবে।

বিজ্ঞাপন

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission