তোফাজ্জল হত্যার বিচার নিয়ে তমার প্রশ্ন

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৪৮ এএম


তমা মির্জা
তমা মির্জা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে তোফাজ্জল নামের এক যুবককে হত্যার ঘটনায় উত্তাল সারাদেশ। নেটদুনিয়ায় এ হত্যার বিচার চেয়ে নিন্দা প্রকাশের পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছেন সবাই। পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। নেক্কারজনক এ হত্যাকাণ্ডে সোচ্চার হয়েছেন তারাও।  

বিজ্ঞাপন

ইতোমধ্যে ফেসবুকে তোফাজ্জল হত্যার বিচার চেয়ে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারাও। তাদেরই একজন চিত্রনায়িকা তমা মির্জা। তোফাজ্জল হত্যার বিচার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছুড়ে দেন তিনি। 

গত ২১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন তমা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, নিহত তোফাজ্জল কোন দল, কোন ধর্ম, কোন বর্ণ, কেমন ব্যক্তি ছিল, মানসিকভাবে সুস্থ ছিল কী? ছিল না জানতে চাই না। ওনারাই বা (খুনিরা) কেন এমন করল? কীভাবে করল? কোন পরিস্থিতিতে করল, শুনতে চাই না। 

বিজ্ঞাপন

আমি শুধু জানতে চাই, শুনতে চাই- তোফাজ্জল ন্যায় বিচার কি পেল? ‘এবং সেটি অনতিবিলম্বে।’ 

এর আগে মারপিটের আঘাতে বিপর্যস্ত তোফাজ্জলের নিথর দেহ পরে থাকার একটি প্রতীকী ছবি শেয়ার করে তমা লেখেন, ‘আমি বিচার চাই।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় তোফাজ্জল নামে এক যুবকের। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। গত ১৯ সেপ্টেম্বর এ মামলার আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ।

আরটিভি/এইচএসকে/এআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission