দেশের মানুষ সুখে থাকুক বিএনপি তা চায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩০ মার্চ ২০২৪ , ০৬:০৩ পিএম


দেশের মানুষ সুখে থাকুক বিএনপি তা চায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী
ছবি : আরটিভি

বাংলাদেশের মানুষ সুখে থাকুক, ভালো থাকুক এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মার্চ) দুপুরে কাদেরীয়া বাহিনীর মুক্তিযুদ্ধা ভিত্তিক জাদুঘরের স্থান পরিদর্শনকালে মুক্তিযুদ্ধা মন্ত্রী আ. খ ম মোজাম্মেল হক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, এখন পেঁয়াজের দাম কমেছে। জিনিসপত্রের দাম কমেছে। মানুষ একটু স্বস্তিতে আছে। এখন তারা (বিএনপি) ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। দেশের মানুষ ভালো থাকুক তারা তা চায় না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, এই দেশে শোষণ ও দারিদ্র্য মুক্ত হবে। সেটা যেন না হয়, সেজন্য এখনও তারা পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করছে। 

বিজ্ঞাপন

এ সময় টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর সভাপিতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভসহ প্রমুখ।


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission