আজ ঢাকার মঞ্চ মাতাবেন নচিকেতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ , ০২:৪৩ পিএম


নচিকেতা চক্রবর্তী
নচিকেতা চক্রবর্তী

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী ঢাকার মঞ্চ মাতাবেন আজ (১০ নভেম্বর)। গতকাল রাতে ঢাকায় এসেছেন তিনি। 

বিজ্ঞাপন

‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শিরোনামের এ কনসার্টে শিল্পী জয় শাহরিয়ারও গান গাইবেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে বসবে এই গানের আসর।  

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জয় শাহরিয়ার বলেন, রাতের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন নচিকেতা।

বিজ্ঞাপন

জানা গেছে, নচিকেতার সংগীত ক্যারিয়ারের ত্রিশ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত হচ্ছে কনসার্টটি। ১৯৯৩ সালে প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। এরপর বিগত ত্রিশ বছর ধরে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন এই শিল্পী। তার কথা, সুর আর কণ্ঠে যেন বুঁদ হয়ে থাকেন গায়কের ভক্তরা। 

কলকাতায় ইতোমধ্যে ‘তিরিশে নচিকেতা’ শিরোনামে এই আয়োজন উদযাপিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকায় শিল্পীর অনুরাগীদের জন্য এমন আয়োজন করছে ‘আজব রেকর্ডস ও আজব কারখানা’।  

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, গত জুলাইয়ে আমি যখন কলকাতায় যাই, তখন নচিকেতা দাদার কাছে বাংলাদেশে তার ত্রিশ বছর উদযাপন করতে চাই বলেছিলাম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটা কনসার্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। কিছুদিন পরই দাদা কনসার্টটির বিষয়ে সম্মতি দেন। মূলত তার ক্যারিয়ারের তিরিশ বছরপূর্তি উদযাপন করতেই এই কনসার্ট।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অনুষ্ঠানের টিকেট বিক্রি অনলাইনে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। এ অনুষ্ঠানের সহযোগী হিসেবে আছে টফি, গোযায়ান, নেসক্যাফে, আমার পে ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission