আল্লুর ‘পুষ্পা টু’ সিনেমায় যুক্ত হচ্ছেন রণবীর-দিশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ জুলাই ২০২৩ , ০৩:৫৮ পিএম


আল্লুর ‘পুষ্পা টু’ সিনেমায় যুক্ত হচ্ছেন রণবীর-দিশা

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত দক্ষিণের আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়ায় দর্শকদের। রীতিমতো বাজিমাত করে বক্সঅফিসে। আগামী বছর মুক্তি পাবে ‘পুষ্পা টু’। আর এ সিনেমায় পর্দায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় দুই তারকা রণবীর সিং ও দিশা পাটানিকে। 

বিজ্ঞাপন

আপাতত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা। এ দিকে ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উড়ছে, ‘পুষ্পা টু’ সিনেমায় যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা রণবীর-দিশা। 

ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদণ থেকে জানা গেছে, আশা করা যাচ্ছে, ‘পুষ্পা টু’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর সিং। সিনেমাটিতে পুলিশ অফিসারের চরিত্রে তাকে দেখা যাবে। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ সময়ে এন্ট্রি হবে রণবীর সিংয়ের। 

বিজ্ঞাপন

শুধু রণবীর নন, সিনেমাটির একটি গানের দৃশ্যে অভিনয় করতে পারেন দিশা । তবে এসব বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।   

জানা গেছে, সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রথমটির চেয়ে দ্বিতীয় পর্ব সিনেমাটি আরও বেশি চমক থাকবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা।  

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

সূত্র : নিউজ১৮

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission