এবার ঈদুল ফিতরে দেশজুড়ে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ শীর্ষ অবস্থানে থাকলেও বাকি সিনেমাগুলোও দর্শক টেনেছে। সেই জোয়ারে ভাটা না পড়তেই মুক্তি পেতে যাচ্ছে বলিউডের সিনেমা ‘পাঠান’।
সাফটা চুক্তিতে আগামী ১২মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের আলোচিত এই সিনেমাটি। ইতোমধ্যে শুরু হয়েছে প্রচারণা। রাস্তায় রাস্তায় সাঁটানো হয়েছে পোস্টার।
সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক জয় চৌধুরীর পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, ঈদে মুক্তিপ্রাপ্ত ‘আদম’ সিনেমার পোস্টারের ওপর লাগানো হয়েছে পাঠানের পোস্টার। আর এতেই খানিকটা ক্ষোভ ঝেড়েছেন এ নায়ক।
তিনি লিখেছেন, যেখানে রানিং সিনেমাটি হলে চলছে, সেখানে পাশে জায়গা থাকতেও পোস্টারের ওপর পোস্টার লাগিয়েছে। এমন সস্তা পাবলিসিটি কতটা যুক্তিসঙ্গত? এভাবেই বাংলা চলচ্চিত্রের মুখে কালিমা লেপে দিয়ে চলছে ভিনদেশী সিনেমার প্রচার।
নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, এই মুহূর্তে বিদেশি সিনেমার পোস্টার দিয়ে চলমান ঈদের একটি সিনেমার পোস্টারকে ধামাচাপা দেওয়ার কোনো মানেই হয় না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরেকজন লেখেন, এসব কার্যকলাপ থেকে নিজেকে পরিবর্তন করতে হবে। নতুবা আমাদের পতন কেউ ঠেকাতে পারবে না।
প্রসঙ্গত, গ্রামীণ জনপদের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে ‘আদম’ সিনেমাটি নির্মাণ করেছেন আবু তৌহিদ হিরন। এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ।