জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ভয়ংকর সুন্দর’

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭ , ১২:২৮ পিএম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ভয়ংকর সুন্দর’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে প্রদর্শিত হবে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির (জেসিএস) আয়োজনে আগামী ১৮ সেপ্টেম্বর সিনেমাটির ৪টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

প্রদর্শনীর সময়- বেলা ১২ টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা এবং রাত ৯টায়। টিকিটের মূল্য ৪০ টাকা।

মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার আশনা হাবিব ভাবনা।

বিজ্ঞাপন

২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি গত ৪ আগস্ট সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিটি প্রযোজনা করেছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি।

পরমব্রত-ভাবনা ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্র।

কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের অভিনেত্রী ভাবনা প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন এই ছবিতে। টিভি অভিনেত্রী ভাবনার প্রথম সিনেমাও এটি।

বিজ্ঞাপন

ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণে খায়ের খন্দকার, নৃত্য পরিচালনায় সোহাগ ও কস্টিউম ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেন চিন্ময়ী গুপ্তা।

বিজ্ঞাপন

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission