জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে প্রদর্শিত হবে অনিমেষ আইচ পরিচালিত চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির (জেসিএস) আয়োজনে আগামী ১৮ সেপ্টেম্বর সিনেমাটির ৪টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীর সময়- বেলা ১২ টা, বিকাল ৩টা, সন্ধ্যা ৬টা এবং রাত ৯টায়। টিকিটের মূল্য ৪০ টাকা।
মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার আশনা হাবিব ভাবনা।
২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি গত ৪ আগস্ট সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবিটি প্রযোজনা করেছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি।
পরমব্রত-ভাবনা ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্র।
কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের অভিনেত্রী ভাবনা প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন এই ছবিতে। টিভি অভিনেত্রী ভাবনার প্রথম সিনেমাও এটি।
ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণে খায়ের খন্দকার, নৃত্য পরিচালনায় সোহাগ ও কস্টিউম ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেন চিন্ময়ী গুপ্তা।
পিআর/এম