কটাক্ষের শিকার অপরাজিতা আঢ্য (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৫ মার্চ ২০২৩ , ০২:৫৩ পিএম


কটাক্ষের শিকার অপরাজিতা আঢ্য (ভিডিও)

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বর্তমানে ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও দেখা যাচ্ছে তাকে। দুই পর্দাতেই তুমুল দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন অপরাজিতা।   

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, সমুদ্রের গর্জনও যেন সংগীতের মতো। আর এতেই তোপের মুখে পড়েন অপরাজিতা। 

ওই ভিডিওতে দেখা যায়, সমুদ্রবিলাসে গেছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর পরনে রয়েছে একটি সাদা শার্ট এবং গেরুয়া রঙের একটি শর্ট প্যান্ট। সেখানে পায়ে করে সৈকতের বালি ওড়াতে দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

আবার পরমুহূর্তেই ভিডিওতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। বেড়াতে যাওয়ার মুহূর্তগুলো ভিডিও বানিয়ে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি নিজেই। মুহূর্তেই অপরাজিতার সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। যা দেখে নেটপাড়ার একাংশ অভিনেত্রীকে নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছেন।

একজন লিখেছেন, পাগল হয়ে গেছেন, হট প্যান্ট পরার জন্য চেহারাটাও হট বনাতে হয়! অনেকেই আবার বিশ্রী লাগছে বলেও নাক সিঁটকাচ্ছেন। কেউ বলেন, আপনাকে মোটেও মানাচ্ছে না। তবে অনেকে কটাক্ষ করলেও, এদের মধ্যেও অনেকে রয়েছেন প্রতিবাদ করার জন্য। এই ধরনের বডি শেমিংয়ের বিরুদ্ধে রীতিমতো আওয়াজ তুলেছেন তারা। 

তাদের একজন পাল্টা জবাব দিয়ে লিখেছেন, মেয়েরাই মেয়েদের শত্রু, নিজেরা পরতে পারছেন না বলে হিংসে হচ্ছে? কেউ লিখেছেন, ওর পয়সা, ওর ইচ্ছে। উনি কিনে, পরছেন,  আপনাদের এতো কীসের সমস্যা! অভিনেত্রীর এক ভক্ত লেখেন, নিজেকে ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ। এ সমস্ত ঘৃণিত মন্তব্য এড়িয়ে চলুন।  
 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission