ঐন্দ্রিলার মায়ের প্রাক্তন প্রেমিক অঙ্কুশের বাবা! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:১১ পিএম


ঐন্দ্রিলার মায়ের প্রাক্তন প্রেমিক অঙ্কুশের বাবা! (ভিডিও)

টালিউডের তারকা প্রেমিক যুগল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১৩ বছর ধরে প্রেমের সম্পর্কে থাকলেও এখনও তাদের চার হাত এক হয়নি। সম্প্রতি বিয়ে প্রসঙ্গে নায়কের একটি স্ট্যাটাসে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

দুজনেই জানিয়েছিলেন, ভালোবাসা দিবসেই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলবেন তারা। নিজেদের কথা রেখেছেন এ জুটি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সেই বিশেষ কারণ প্রকাশ্যে এনেছেন।

বিজ্ঞাপন

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে না হওয়ার কারণ হলো, ঐন্দ্রিলার মায়ের প্রাক্তন প্রেমিক অঙ্কুশের বাবা! তবে বাস্তবে নয়, পর্দায়। তাদের নতুন সিনেমা ‘লাভ ম্যারেজ’-এর প্রোমোশনেই জলঘোলা করে রেখেছিলেন এই জুটি।

ভালোবাসা দিবসেই ‘লাভ ম্যারেজ’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ঐন্দ্রিলাকে ভালোবাসে অঙ্কুশ। কিন্তু তার বাবা রঞ্জিত মল্লিকের প্রেমের বিয়েতে অনীহা। আসলে প্রেমে ব্যর্থ হওয়ার কষ্ট তিনি ভুলতে পারেননি।

বিজ্ঞাপন

পরবর্তীতে অঙ্কুশের মামা ফন্দি আঁটেন, তিনি কায়দা করে ঐন্দ্রিলাকে সম্ভাব্য পাত্রী হিসেবে অঙ্কুশের বাবার সামনে হাজির করবেন। সেইমতোই সব আয়োজন হয়। কিন্তু অঙ্কুশের বাবা ঐন্দ্রিলার মায়ের মুখোমুখি হতেই বেরিয়ে আসে আরেক সত্য। সেখানেই জানা যায়, অঙ্কুশের বাবার প্রাক্তন আর কেউ নয়, ঐন্দ্রিলার মা অপরাজিতা আঢ্য।

বিজ্ঞাপন

এরপর শুরু হয় নতুন কাহিনী। পুরো ঘটনা জানা যাবে আগামী ১৪ই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission