সেই উপস্থাপিকাকে নিয়ে যা বললেন মীর সাব্বির

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৬ নভেম্বর ২০২২ , ০৬:৪৫ পিএম


সেই উপস্থাপিকাকে নিয়ে যা বললেন মীর সাব্বির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ্য করে বরিশালের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা। তার সেই কথা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে লুটিয়ে পড়েন। ওই সময় বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরবর্তীতে অভিযোগ তোলেন পায়েল। এবার তার সেই অভিযোগের প্রেক্ষিতে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মীর সাব্বির।

বিজ্ঞাপন

এ অভিনেতা লিখেছেন, এক দেশের গালি আরেক দেশের বুলি। গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় আমি অতিথি হয়ে গিয়েছিলাম। সেখানে একটি কথা নিয়ে প্রসঙ্গক্রমে উপস্থাপিকা দুই-একটি কথা বলেছেন। মঞ্চে আমার সঙ্গে কথা বলার পর দেখলাম, ওই উপস্থাপিকা তার বরাত দিয়ে দুই-একটি অনলাইনে সংবাদ প্রকাশিত করেছেন। এর কারণে অনেক সাংবাদিক আমাকে ফোনও করেছেন।

বিজ্ঞাপন

আসলে মূল বিষয়টা বলতে পারেন তেমন কিছুই না। একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। উপস্থাপিকা মজার ছলে আমার বরিশালের আঞ্চলিক ভাষায় কথা শুনতে চেয়েছেন। যেহেতু আমি বরিশালের ছেলে। আমি যে কথাটা বলেছিলাম, সেটা উপস্থাপিকা চমৎকার হেসে রিসিভ করেছেন এবং দর্শকরা তখন মজা পেয়েছেন।

তিনি আরও লেখেন, আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই। সেটা যারা দেখেছেন, তারা সকলেই নিশ্চয় বুঝতে পেরেছেন।

মীর সাব্বির যোগ করেন, উপস্থাপিকা আমার ছোট বোনের মতো। সে যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি দুঃখ প্রকাশ করতেই পারি। সেটা নিয়ে এভাবে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নাই। আমাকে বললেই পারতো, দাদাভাই কিংবা ভাইয়া আপনাকে আমি রেসপেক্ট করি। আপনার কথায় আমি কষ্ট পেয়েছি। আমি তখন হয়তো বলতাম, সরি তুমি কষ্ট পেও না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার ভাষ্য, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। কারণ, তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি। বুঝলে বিষয়টা শেষ হয়ে যেত। আমি আমার ছোট বোনের ভুল বোঝার কারণে দুঃখ প্রকাশ করতেই পারি। অতএব মন খারাপ না করে আমি আশা করছি, সকলের মতো আমার এই ছোট বোনটিরও আমার সম্পর্কে ধারণা এবং আমার বরিশালের আঞ্চলিক ভাষার  ক্ষেত্রে (শব্দের মানে না বোঝার কারণে) যত অভিমান আছে, সেটা ভুলে গিয়ে পুরো বিষয়টা পরিষ্কার হবে।

অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মীর সাব্বির বলেন, আবারও ধন্যবাদ, আমার সকল ভক্ত দর্শকদের। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেভাবে আমার পাশে সবাই আছেন, আমাকে ভালোবাসেন, আমার শিল্পকর্মের প্রতি অগাধ বিশ্বাস যাদের আছে তারা আমার মাথার তাজ হয়ে থাকবেন আমরণ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission