মঙ্গলবারের গুরুত্বপূর্ণ সংবাদ

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ১১:০৯ পিএম


মঙ্গলবারের গুরুত্বপূর্ণ সংবাদ

  • মন্ত্রিসভায় রদবদল হতে পারে, আর সেটা কখন কীভাবে হবে সেটি শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন। তবে নতুন করে উপ-প্রধানমন্ত্রী পদ তৈরির যে সংবাদ প্রচার হচ্ছে তা সত্যি নয়। এটি গুজব : ওবায়দুল কাদের।
     
  • শোকের মাস আগস্টে সারা দেশের নিরাপত্তা বৃদ্ধি করা হবে। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী কোন ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন প্রস্তুত থাকবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
     
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরাপাড়ায় দুটি অস্থায়ী টিকাদান কেন্দ্র খোলার নির্দেশ দিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। 
     
  • শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
     
  • গবেষণা ও নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের ১৫টি যৌথ গবেষণা কর্ম ইউরোপীয় ইউনিয়ন গ্রহণ করেছে। বললেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
     
  • নির্বাচনে কোন ধরনের সরকার থাকবে, তা কমিশনের বিবেচ্য বিষয় নয়। তবে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা বদ্ধ পরিকর। বললেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
     
  • যেখানে ভোটের জন্য কোনো রোডই তৈরি করতে পারেনি কমিশন সেখানে ম্যাপ দিয়ে কী হবে? আগে ভোটের জন্য রোড তৈরি করুন। আপনারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করলে আমরা সব ধরনের সহযোগিতা করব : মির্জা ফখরুল ।
     
  • সিটি করপোরেশন মশা নিধন কার্যক্রম তিনগুণ বাড়িয়েছে। তবে নগরবাসী সকলে সচেতন হলে দ্রুত সময়ে চিকুনগুনিয়ার ভাইরাস বাহক এডিস মশা নিধন করা সম্ভব । বললেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
     
  • ‘বাল্য বিয়েকে লালকার্ড’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হলো কিশোরী মেলা ২০১৭।
     
  • মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীরা এ বছরের  ৩১ ডিসেম্বরের মধ্যে রি-হেয়ারিং প্রক্রিয়ায় বৈধ হবার সুযোগ পাবেন : মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।
     
  • ২০১৭ সালের হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৪ জুলাই থেকে, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এর আগে ২২ জুলাই হজ ক্যাম্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
     
  • সুপ্রিম কোর্টের প্রতি সবার দায়িত্ব আছে। বিচার বিভাগকে কোণঠাসা করে দেশের মঙ্গল হয় না। অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
     
  • ঘুষের ৫ লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল।
     
  • কবি, সাংবাদিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে ফের জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ।
     
  • শিশু গৃহকর্মী আদুরীকে (১১) নির্যাতন করে ডাস্টবিনে ফেলে দেয়ার ঘটনায় গৃহকর্ত্রী নওরীন জাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে তার মা ইশরাত জাহানকে খালাস দেয়া হয়েছে।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission